স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভূ মন্দির অঙ্গনে গত ১৭ই ফেব্র“য়ারী থেকে চারদিন ব্যাপী শ্রী শ্রী তারকব্রক্ষ হরিনাম মহাযজ্ঞ উৎসব শুরু হয়েছে। গতকাল রাতে উৎসব পরিদর্শনে যান যুক্তরাজ্য আওয়ামীলীগের উপদেষ্ঠা ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ। এ সময় তার সাথে ছিলেন সিনিয়র আইনজীবি তমাল কুমার বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী অমিয় রায়। অনুষ্ঠানে ড. শাহ্ নেওয়াজকে স্বাগত জানান, উৎসব কমিটির সভাপতি নিরঞ্জ দাস, সাধারণ সম্পাদক বানেশ্নর সূত্রধর, সাংগঠনিক সম্পাদক সংগ্রাম ভট্টাচার্য্যসহ উৎসব কমিটির নেতৃবৃন্দ।
উৎসবস্থলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রতন মনি পাল, সুভাষ বৈদ্য, তপন অধিকারী, বিবেক রঞ্জন বিশ্বাস, রহমান আলী খান রন্জু প্রমূখ।
পরিদর্শনকালে ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সাম্প্রদায়িক সম্প্রীতির কোন বিকল্প নেই বলে অভিমত ব্যক্ত করেন।