বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাবেক এমপি আবু জাহির ও তার পরিবারের ৩৮টি স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ কালনী গ্রামে ফিকলের আঘাতে প্রবাসী নিহত আগস্টের দেয়াল ভাঙ্গতে দেয়া হবে না-পুলিশ সুপার মাধবপুরে গলা কেটে মেয়েকে হত্যা ॥ ঘাতক পিতা গ্রেফতার অপসারিত হচ্ছে নবীগঞ্জের জনতার বাজার পশুরহাট বিএনপির মতবিনিময় সভায় জিকে গউছ নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে নবীগঞ্জ কেমিস্ট এন্ড ড্রগিস্ট সমিতির সভাপতি মহিবুর রহমান চৌধুরীর একমাত্র মেয়ের বিয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে সম্পন্ন হয়েছে আজমিরীগঞ্জে গভীর নলকূপ স্থাপনে স্ট্রাকচার ও প্লাটফর্ম নির্মাণে ব্যাপক অনিয়ম মাধবপুরে সৈয়দ সঈদউদ্দীন কলেজের পুরস্কার বিতরণ হবিগঞ্জে ছাত্র অধিকার পরিষদে যোগ দিয়েছে একঝাক তরুণ ছাত্র

আতাউর রহমান সেলিমকে মেয়র প্রার্থী হিসাবে কামড়াপুর গ্রামবাসীর সমর্থন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৪৪১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা যুবলীগের সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য আতাউর রহমান সেলিমকে হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে প্রার্থী হিসাবে জোর সমর্থন দিয়েছেন কামড়াপুর এলাকার মুরুব্বীসহ এলাকার জনগণ। গত ১৫ফেব্র“য়ারী এলাকার বিশিষ্ট মুরুব্বী সামসু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এলাকার জনগণ সমর্থন ব্যক্ত করেন। আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় এ সময় আরো বক্তব্য রাখেন জিপি এডভোকেট আফিলউদ্দিন, সাংবাদিক নেতা মর্তুজা ইমতিয়াজ, কমিশনার জাহির মিয়া, কবির মিয়া, এমদাদুর রহমান বাবুল, আহাদ মিয়া, হিরাজ মিয়া, বাবুল মিয়া, ফজলুল হক, বারিক মিয়া, মাষ্টার উমর আলী, হাজী ফুল মিয়া, দীনেশ বণিক, উত্তম বণিক, শেফাল বণিক, আব্দুল আহাদ, নানু সর্দার প্রমুখ। সভায় বক্তারা বলেন আতাউর রহমান সেলিমকে মেয়র পদে জয়যুক্ত করতে আগামী পৌরসভা নির্বাচনে তারা ঐক্যবদ্ধ প্রচেষ্টা রাখবেন। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী জননেতা আতাউর রহমান সেলিম। তিনি সভায় উপস্থিত মুরুব্বীসহ জনগণকে তাকে সমর্থন প্রদানের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী নির্বাচন হবে হবিগঞ্জ পৌরসভার উন্নয়ন প্রশ্নে একটি মাইল ফলক নির্বাচন। তিনি সবার কাছে অব্যাহত দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com