নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন আনন্দ নিকেতনের ১৫ তম প্রতিষ্টা বার্ষিকী অনুষ্টান গতকাল বুধবার সন্ধ্যায় ডাকবাংলো সংলগ্ন সংগঠনের কার্যলয়ে কেক কেটে পালন করা হয়েছে। সংগঠনের সভাপতি পিন্টু রায়ের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক দীপংকর ভট্টাচার্য্য দেবুলের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী। এতে অতিথি ছিলেন প্রভাষক রেজাউল করিম, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ শহিদুল হক, নবীগঞ্জ প্রেসক্লাবের সদ্য সাবেক সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী সুমন, সবুজ সংকেত সাংস্কৃতিক সংগঠনের সভাপতি শুভাংশু রায় পিকু, সাধারন সম্পাদক জাহাঙ্গীর বখত চৌধুরী, বেনু ভুষন দাশ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনন্দ নিকেতনের সাবেক সভাপতি কাঞ্চন বনিক, তনুজ রায়, প্রনব দেব, সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান জুয়েল, রাজীব রায়, সাব্বিরুল হক রুহেল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, শেখ আবুল হাসান, বিজয় দেব, পারভেজ হাসান সোহাগ, কবি পৃথ্বিশ চক্রবর্তী, মাসুম উদ্দিন, সাজু মিয়া, মিজান মিয়া, রাদি, সাজ্জুল ও মোসা প্রমূখ।