প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা বিএনপি‘র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রশীদ এমরান ও জেলা বিএনপি‘র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট কামাল উদ্দিন আহমেদ সেলিম, যুবদল নেতা ফারুক আহমেদ, কামাল সিকদার, তুষার চৌধুরী, ইউনুছ মিয়া ও কলেজ ছাত্রদলের আহবায়ক রুবেল আহমেদ চৌধুরীর মুক্তির দাবিতে বিক্ষোভ-মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলমপানা চৌধুরীর মাসুদের সভাপতিত্বে, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রাজ ও আল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান রিপন, ইকবাল খান, আব্দুস সাত্তার রনি প্রমূখ। এ ছাড়াও সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুজাহিদ চৌধুরী, মিজানুর রহমান সোহেল, দেলোয়ার হোসেন রানা, আবিদুর রহমান বুলবুল, সোহাগ লস্কর, শেখ ফেরদৌস আহমেদ, মুস্তাফিজুর রহমান পলাশ, আব্দুল হান্নান সুফল, মঞ্জুর উদ্দিন মঞ্জু, ছাত্রদল নেতা রাসেল মোল্লা, আবুল বাশার জুমন, সেলিম আহমেদ, গোলাপ মিয়া, শুকুর মিয়া, আব্দুল কাইয়ূম সুমন, হারিছ মিয়া, মাসুদ পারভেজ আলমগীর, জাহাঙ্গীর মিয়া, রাজন মিয়া, সাস্তু মিয়া, রুহেল মিয়া, ফরহাদ মিয়া, মমিন মিয়া ও জুয়েল মিয়া। বক্তারা অবিলম্বে আমিনুর রশীদ এমরানসহ সকল রাজবন্দিদের মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবী জানান।