স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কামড়াপুর ব্রীজ থেকে মোটর সাইকেল চোর সন্দেহে প্রিজুমা দাস (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে সদর উপজেলার বাগতলা গ্রামের প্রেমানন্দ দাসের পুত্র। গত মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে হবিগঞ্জ থানা পুলিশ কামড়াপুর ব্রিজ থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে বেশকটি চাবি ও স্ক্রু ড্রাইভারসহ সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। সে মোটরসাইকেল চুরির সাথে জড়িত থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।