নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের ইনাতগঞ্জ বাজারের কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানকালে কয়েকটি ব্যবসা প্রতিষ্টানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ওজনে কম দেয়াসহ বিভিন্ন অপরাধে ব্যবসায়ীদের জেল জরিমানা করা হয়। যেসব ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে তারা হলেন- স্বাদ এর মালিক আব্দুস শহীদকে ৫’শত টাকা, আপন ষ্টোর ৫হাজার টাকা, সবজি দোকানের মালিক আশিক মিয়া ১হাজার টাকা। এছাড়া আদালত এর সামনে প্রকাশ্যে ধুমপান করার অপরাধে মোস্তফা মিয়াকে ৩’শত টাকা জরিমানা করা হয়।