এক্সপ্রেস ডেস্ক ॥ সৌদি আরবে কর্মী যাওয়ার জন্য নিবন্ধন কার্যক্রম শুরু হয়নি বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। দেশটি থেকে ডিমান্ড (চাহিদা) আসলে নিবন্ধন কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি। গতকাল মঙ্গলবার দুপুরে ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। তিনি বলেন, সৌদি আরবে যাওয়ার সময়সীমা নেই। সৌদি আরবে যেসব গৃহকর্মী যাবে, তাদের আলাদা নিবন্ধন করতে হবে। তবে এখনও নিবন্ধন প্রক্রিয়া সরকার চালু করেনি। সাধারণ নিবন্ধন প্রক্রিয়াই চলছে। কখনও বলা হয়নি সৌদি আরবের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রেজিস্ট্রেশন শুরু না হলে সৌদি আরবে যেতে ইচ্ছুকদের নিবন্ধনের তথ্য জানিয়ে পত্রিকায় জনশক্তি রফতানি ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) বিজ্ঞাপন দিয়েছে কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিজ্ঞপ্তিতে তো শুধু সৌদি আরবে যাওয়ার জন্য নাম নিবন্ধনের কথা বলা হয়নি। বলা হয়েছিল সৌদি আরবসহ অন্যান্য দেশের কথা।’ গৃহকর্মীদের বেতন কম দেওয়া প্রসঙ্গে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ‘অনেকেই গৃহকর্মীদের বেতন ৮শ’ রিয়ালে খুশি নন। আমরাও তা চাইনি। বিএমইটির ডিজিসহ রিক্রুটিং এজেন্সির মালিক বায়রার নেতাদের সঙ্গে সফররত সৌদি প্রতিনিধি দলের আলোচনা হয়েছে। সেখানে তারা গৃহকর্মীদের বেতন ১৭৫ মার্কিন ডলারের (সাড়ে ১৩ হাজার টাকা) এক পয়সাও বেশি দেবে না বলে জানিয়েছিল। একপর্যায়ে তাদের সঙ্গে আলোচনা ভেঙে যায়। পরে অবশ্য তারা ২২০ মার্কিন ডলারে (প্রায় সাড়ে ১৭ হাজার টাকা) রাজি হয়। সুতরাং আমরা কোনো অন্যায় করিনি। এ বেতনে কাউকে জোর করে তো আর পাঠানো হবে না। যার ইচ্ছে সে যাবে।’ অবশ্য ৯ ফেব্র“য়ারি সফররত সৌদি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেছিলেন, ‘সৌদি আরবে গৃহস্থালীর (হাউজ হোল্ড ওয়ার্কার) কাজে প্রতি মাসে বিনা খরচে ১০ হাজার কর্মী যাবে। তাদের মিনিমাম বেতন হবে ১৫০০ রিয়েল। নিবন্ধন প্রসঙ্গে মন্ত্রী বলেন, নিবন্ধন একটি স্বাভাবিক প্রক্রিয়া। এটি চলছে, চলবে। সারাদেশে বিএমইটির অধীনে সকল জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ও ইউনিয়ন-পৌরসভায় ডিজিটাল সেন্টারে নিবন্ধন চলবে। তবে এই মুহূর্তে অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া বন্ধ আছে। উল্লেখ্য, গত ১০ ফেব্র“য়ারি গৃহস্থালীর কাজে কর্মী নিতে সৌদি আরবের সঙ্গে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী প্রথমে ৮০০ রিয়েলে (১৬, ৫৯২ টাকা) শুধু গৃহকর্মী (নারী) নেবে সৌদি সরকার। তবে তাদের থাকা-খাওয়া ও চিকিৎসা খরচ বহন করবে সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠান। এছাড়া বিমান ভাড়াও দেবে নিয়োগকারী প্রতিষ্ঠান। ওইদিন প্রবাসীকল্যাণ সচিব ইফতেখার হায়দার জানিয়েছিলেন, অন্য ১১টি পেশার জন্য কোনো মজুরি নির্ধারণ হয়নি। গত ১ ফেব্র“য়ারি দীর্ঘ প্রায় ৭ বছর পর নিষেধাজ্ঞা তুলে নিয়ে বাংলাদেশের জন্য শ্রমবাজার উম্মুক্ত করে সৌদি সরকার। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব খন্দকার ইফতেখার হায়দার, বিএমইটির মহাপরিচালক বেগম শামসুন নাহার প্রমুখ।