নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পাকা রাস্তা স্কুলের নতুন ভবন উদ্বোধন হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের কায়স্থগ্রাম-বালিদারা সড়কের প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১ কিঃ মিঃ পাকাসড়ক আনুষ্টানিকভাবে গতকাল মঙ্গলবার দুপুরে উদ্বোধন করেন হবিগঞ্জ-১(নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু। করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান এডঃ মাসুম আহমেদ জাবেদ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, সাবেক সহ-সভাপতি ইলিয়াছ মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, উপ-সহকারী প্রকৌশলী এলজিইডি নবীগঞ্জ মোঃ কামাল হোসেন, কার্যসহকারী মোঃ সিরাজ মোল্লা, জেলা জাতীয় পার্টি নেতা নুরুল হক তুহিন, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম, মুরাদ আহমদ, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা তারা মিয়া, উপজেলা জাতীয় যুব সংহতির সহ-সভাপতি অলিদুর রহমান অলিদ, নাজমুল হোসেন খান, কেন্দ্রীয় ছাত্রসমাজের সদস্য এম এ মতিন চৌধুরী, জাতীয় কৃষক পার্টির সাধারন সম্পাদক শেখ মশির রাইয়ান, যুবনেতা ক্বাজী জাহান নুর আলী, হাফেজ মিনহাজ আহমদ, শাহিন আহমদ প্রমুখ।
পরে বিকেলে দেবপাড়া ইউনিয়নের ভরাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়। জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক সমিরন দাশের পরিচালনায় প্রায় ৩৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবনের উদ্বোধন করেন এম এ মুনিম চৌধুরী বাবু এমপি। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।