স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংকে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত বলে উল্লেখ করেছেন ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ। তিনি গতকাল বানিয়াচং উপজেলার ভাটিপাড়া গ্রামের গৌরমন্দির প্রাঙ্গনে গত ১৬ ফেব্র“য়ারী থেকে শুরু হওয়া শ্রী শ্রী তারকব্রক্ষ নামযজ্ঞ ও মহোৎসব পরিদর্শনকালে এসব কথা বলেন।
গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে উৎসব পরিদর্শনে যান যুক্তরাজ্য আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ। এ সময় তার সাথে ছিলেন সিনিয়র আইনজীবি তমাল কুমার বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী অমিয় রায়। অনুষ্ঠানে ড. শাহ্ নেওয়াজকে স্বাগত জানান, উৎসব কমিটির সাধারণ সম্পাদক দীলিপ দাশ ও ভাটিপাড়া সরকারী প্রাইমারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনহারুল বিশ্বাসসহ উৎসব কমিটির নেতৃবৃন্দ।
উৎসবস্থলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিজ্ঞুপদ দাস, অঞ্জন সরকার, বিশ্বপতি দাস, নারায়ণ সরকার, শ্রী হরি দাস, ভূবন দাস, রাধা কৃষ্ণ দাস, মোহনলাল দাস, বাদল সরকার, রবীন্দ্র দান, প্রেমানন্দ দাস, গৌতম দাস, জুয়েল মিয়া, রমজান আলী খান রঞ্জু, প্রমূখ।
পরিদর্শনকালে ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ সকল দুঃখে সুখে ভাটিপাড়া গ্রামবাসীর সাথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।