স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তানগর এলাকায় অবস্থিত লাল মিয়ার মালিকাধীন কলোনী থেকে কবুতর চুরির অভিযোগে দুই কিশোরকে আটক করা হয়েছে। আটকরা হলো শহরের হরিপুর গ্রামের মুক্তিযোদ্ধা গেদা মিয়ার পুত্র লিটন মিয়া (১৩) ও জমির আলীর পুত্র মিলন মিয়া (১৪)। গতকাল মঙ্গলবার দুপুরে ওই কলোনীর ভাড়াটিয়া জনৈক ব্যক্তির বাসা থেকে ২০ হাজার টাকা মূল্যের দুটি কবুতর চুরি হয়। এ অভিযোগে স্থানীয় জনতা ওই কিশোরকে আটক করে সদর থানায় সোপর্দ করে।