স্টাফ রিপোর্টার ॥ কচুয়া দরবার শরীফের পীরে কামেল আলহাজ্ব আল্লামা মোস্তাক আহমেদ কাদরীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে গতকাল সকালে হবিগঞ্জ শহরে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন স্থান থেকে সহস্রাধিক ভক্ত অংশ নেন। শহরের খোয়াই মুখ থেকে বিক্ষোভ মিছিলটি থানা মোড়ে গিয়ে শেষ হয়। পরে প্রতিবাদ সমাবেশ আগত বিভিন্ন নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তৃতা করেন। এ সময় উপস্থিত ছিলেন রিচি ইউ/ পি চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছ সহ অন্যান্য বক্তারা মোস্তাক আহমেদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের কঠোর হস্তে দমন করার প্রত্যয় ব্যক্ত করেন। ভক্তবৃন্দ হুশিয়ার উচ্চারন করেন আমাদের পীরে কামেল আলহাজ্ব আল্লামা মোস্তাক আহমেদের বিরুদ্ধে বরখাস্তকৃত ইমাম সাদেকুর রহমান একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করায় ভক্তবৃন্দ ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করে। প্রতিবাদ সমাবেশে আল্লামা মোস্তাক আহমেদ বলেন আমার বিরুদ্ধে মৌলানা সাদেকুর যে ধরনের মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। তাহা যাচাই বাচাই করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান। এবং যাচাই বাচাই করে সঠিক সংবাদ প্রকাশ করার জন্যে বলেন। অন্যথায় আমার ভক্তবৃন্দের মনে বিরোপ প্রতিক্রিয়া জন্ম নিবে।