স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বর্তমান সরকারের পৌনে ৫ বছরে এ পর্যন্ত ৩ হাজার ১৭২টি স্কুল, কলেজ ও মাদ্রাসায় কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। এছাড়াও ৩১০টি মডেল স্কুল, ৭০টি স্নাতকোত্তর কলেজ, ২০টি সরকারি বিদ্যালয় ও ৩৫টি মডেল মাদ্রাসায় কম্পিউটার ল্যাব স্থাপনের পৃয়োজনীয় কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। হবিগঞ্জের বৃন্দাবন সরকারী কলেজে ৫টি গুরুত্বপুর্ণ বিষয়ে অনার্স কোর্স এবং বহু কাড়িখত মাস্টার্স কোর্স চালু করা হয়েছে। কলেজের জন্য প্রায় ১৬ কোটি টাকার উন্নয়ন কাজ করা হয়েছে। যা বিগত সময়ে কেউ করতে পারেনি।
তিনি বলেন, নতুন প্রজন্মকে ধ্বংস করে দিতেই বিরোধী দল পরীক্ষার সময় এমন বিবেকহীন ও দায়িত্বজ্ঞানহীন কর্মসূচি দিয়েছে। বিএনপি-জামায়াত দেশকে আফগানিস্তান বানাতে চায়। তাই তারা দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টি করছে। হরতালের নামে গাড়ি পোড়াচ্ছে, মানুষ মারছে। বিএনপি ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধীদের ছেড়ে দেবে। তাই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করতে হবে।
গতকাল সকাল ১১টায় ৪কোটি টাকা ব্যয়ে বৃন্দাবন সরকারী কলেজের একাডেমিক কাম পরীক্ষা হল ভবনের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। কলেজের অধ্য বিজিত কুমার ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও আজার”ল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপাধ্য শফিউল আলম চৌধুরী ,অধ্যাপক দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ড. ফজলুল আলী, ব্যবস্থাপনা বিভাগের প্রধান ইলিয়াছ বখত চৌধুরী জালাল,আব্দুল হামিদ,নাসির আহম্মেদ ,আল্পনা কর্মকার,হিমাংসু সূত্রধর, বিধান চক্রবর্তী,মোঃ আব্দুল্লাহ মিয়া, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম,জেলা ছাত্রলীগ সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেলসহ জেলাছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমূখ ।