স্টাফ রিপোর্টার ॥ নোবেল বিজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের সাথে মালয়েশিয়া সফর শেষে সম্প্রতি দেশে ফিরেছেন হবিগঞ্জ জেলা জাপার সাধারণ সম্পাদক শংকর পালের পুত্র শিমুল পাল। তিনি গত ৫ নভেম্বর ড. ইউনূসের সফর সঙ্গি হয়ে জার্মানীর গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাব আয়োজিত ৫ম গ্লোবাল স্যোসাল বিজনেস সামিট ২০১৩ (এঝইঝ) সম্মেলনে যোগদান করেন। সম্মেলনে ড. ইউনূস, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক স্কুল অব বিজনেস ডিরেক্টর ড. আব্দুল হান্নান ও প্রভাষক এ.এস.এম শাকিল হায়দার অংশ গ্রহন করেন। সম্মেলনে বাংলাদেশের নানা সমস্যা তুলে ধরেন এবং সামাজিক ব্যবসার উপর একটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। পরে তারা মহা-আকাশ নভোচারী রনগ্যারন, মারয়েশিয়ান প্রিন্সসহ বিশ্বের ৮০টি অধিক দেশের শিক্ষাবিদ, গবেষক, রাজনীতিবিদ ও দেশ পরিচালনায় নিয়োজিত রাষ্ট্রপ্রধান ও বিশ্বনন্দিত ব্যক্তিবর্গেও সাথে মতবিনিময় করেন। এছাড়াও প্রবাসী বাংলাদেশীদের সাথে মতবিনিময় করেন এবং মালয়েশিয়ার উল্লেখ্য যোগ্য বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের সাথে সফল ভাবে মালয়েশিয়া সফর শেষে দেশে ফেরায় শিমুল পাল হবিগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞা জ্ঞাপন করছেন এবং হবিগঞ্জবাসীর আর্শিবাদ কামনা করছেন।