রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা সীমান্ত এলাকার ১৯৮৬ ৩/৪ এস মেইন পিলার এলাকা থেকে ভারত ও বাংলাদেশে অনুবেশের অভিযোগে ১৪ ভারত ও বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার সকাল ৯টায় বিজিবি হরিণখোলা বিওপির নায়েক শরিফ উদ্দিন ভূইয়ার নেতৃত্বে বিজিবি টহল দল ভারতের সিদাই থানার সুন্দরটিলার নিকলীবন চা বাগানের শুকা মৃধার ছেলে বদু মৃধা (৬০) তার স্ত্রী লালু মৃধা (৫০) তার ছেলে অসিদ মৃধা (৭) স্বপন ভক্তের স্ত্রী রমনী ভক্ত (৪০) তার মেয়ে মালতি ভক্ত (১৮) রঞ্জন মৃধার স্ত্রী রিনা মৃধা (২০) দূর্গা মৃধার স্ত্রী অঞ্জনা মৃধা (৪৫) ও বালাদেশের চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানের ছোটন মৃধার ছেলে সুবল মৃধা (৬০) আশু মৃধার স্ত্রী বিজলা মৃধা (২২) বিনু নাথ ভক্তের ছেলে আপন ভক্ত (২৪) সুধন ভক্তের ছেলে আরাধন ভক্ত (১৩) শাহিন মৃধার স্ত্রী রতœা মৃধা (৩৫) মঙ্গলা মৃধার স্ত্রী অনিতা মৃধা (৩৩) সাধন মৃধার মেয়ে গীতা মৃধা (১২) কে আটক করে। পরে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ মোহনপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার ভিসি মুড়ালি ধরন ও চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগের জিম্মায় আটককৃতদের ছেড়ে দেয়া হয়।