প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় শহরের খোয়াই মুখ এলাকা থেকে শুরু করে মিছিলটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে একই স্থানে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
জেলা বিএনপির নেতা ও হবিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আবুল হাসিমের সভাপতিত্বে ও জেলা বিএনপি নেতা, ওলামাদলের সভাপতি ক্বারী মোঃ কবির হোসেনের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মইনুল ইসলাম,সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, তাতীদলের আহবায়ক এডভোকেট কামরুল ইসলাম, ওলামাদলের সাধারণ সম্পাদক মাওলানা কাসেম বিল্লাহ নোমান, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সামসুল ইসলাম মতিন, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক তুহিন খান জেলা ওলামাদলের সাংগঠনিক সম্পাদক মাওঃ সাইদুর রহমান,আবুল কালাম আজাদ,এস এম মানিক,শুকুর আলী, পৌর স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সালেহ আহমেদ,জেলা মটর চালকদলের আহবায়ক তারা মিয়া, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম, আরমান, তাহির, আজাদ, হাবিবুর রহমান, নুরুল হক লিটন, পাপ্পু, ইমন, তুহিন, শরিফ, রাজু, আফরোজ, তারেক, মাওলানা মোখালিছুর রহমান, শাহ খোকা, সেলিম মিয়া, আলী আহমদ, সাদ্দাম হোসেন, রাজিম আহমেদ, রাসেল, রশিদ মিয়া, মাষ্টার মিয়া, ময়না মিয়া, মকসুদ মিয়া, আজাদ মিয়া, মামুন মিয়া, ধলাই মিয়া, সফিক মিয়া, আশিক মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবী জানান।