স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট ও হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলামের পুত্র ইংল্যান্ডের বার্মিংহাম গারটন ভেলী প্রাইমারী স্কুল এর মেধাবী ছাত্র আইমান ইসলাম আলভীকে ইংল্যান্ডের বার্মিংহামস্থ কিং এ্যাডওয়ার্ডস গ্রামার স্কুল স্কলারশীপ দিয়ে ওই স্কুলে ভর্তির সুযোগ দিয়েছে। এই প্রথম গারটন ভেলী প্রাইমারী স্কুল এর কোন শিক্ষার্থীকে স্বনামধন্য কিং এ্যাডওয়ার্ডস গ্রামার স্কুল স্কলারশীপ দিয়ে ওই স্কুলে ভর্তির সুযোগ দিয়েছে।
আলভী হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রইছ মিয়ার নাতি।
২ ভাই, ১ বোনের মধ্যে মধ্যম আইমান ইসলাম আলভী ইংল্যান্ডের বার্মিংহাম গারটন ভেলী প্রাইমারী স্কুল থেকে এ বছর ইয়ার সিক্স থেকে পরীক্ষা দিয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখে। তার ফলাফল দেখে মেধা বিবেচনায় স্বনামধন্য কিং এ্যাডওয়ার্ডস গ্রামার স্কুল আলভীকে স্কলারশীপ দিয়ে ওই স্কুলে ইয়ার সেভেন এ ভর্তির সুযোগ দেয়।
উল্লেখ্য, ইচ্ছে করলেই কোন শিক্ষার্থীর ইংল্যান্ডে গ্রামার স্কুলে ভর্তির সুযোগ নেই। নিয়মানুযায়ী ইংল্যান্ডের বিভিন্ন স্কুলে অধ্যায়নরত শিক্ষার্থীদের মেধা অনুযায়ী স্কলাশীপ দিয়ে গ্রামার স্কুলে ভর্তির সুযোগ দেয়া হয়। সে অনুযায়ী আলভী কিং এ্যাডওয়ার্ডস গ্রামার স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। আলভী তার উজ্জল ভবিষ্যত কামনায় সকলের নিকট দোয়া প্রার্র্র্র্থী।