নবীগঞ্জ প্রতিনিধি ॥ গত বুধ ও বৃহস্পতিবার নবীগঞ্জ চৌকি বিলপাড়ে ছিল হযরত শাহজালাল (রহঃ) এর সাথী ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রহঃ) এর ওরস মোবারক। ওরস উপলক্ষে মাজারের মোতাওয়াল্লী আব্দুল হামিদ চৌধুরী মাজারে গিলাফ ছড়ানোর মাধ্যমে ওরস মোবারকের কার্যক্রম শুরু করেন। বুধবার ছিল মাজার সংলগ্ন (লাখেরাজ) বিলপাড় আলহাজ্ব আব্দুল হাকিম চৌধুরী হাফিজিয়া মাদ্রাসায় ওয়াজ ও বৃহস্পতিবার পবিত্র ক্বোরআন খতম, জিকির এবং বাদ আছর মাজার মসজিদে মিলাদ মাহফিল ও মোতাওয়াল্লী পরিবারের পক্ষ থেকে শিরনী বিতরণ। উক্ত পবিত্র ওরস মোবারকে দেশ বিদেশের হাজার হাজার মানুষের আগমন ঘটে। ওরস মোবারক শান্তি শৃংঙ্খলাভাবে শেষ হওয়ায় এলাকাবাসী, জনপ্রতিনিধি ও প্রশাসনকে মাজারের মোতাওয়াল্লী আব্দুল হামিদ চৌধুরী কৃতজ্ঞতা প্রকাশ করেন।