স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার ¯œানঘাট ইউনিয়নের হাওর অধ্যুষিত এলাকা অমৃতা গ্রামের উন্নয়নে হবিগঞ্জ-সিলেটের মহিলা সাংসদ কেয়া চৌধুরী কাবিখা’র ৯টন চাল বরাদ্দ দিয়েছেন। এছাড়া অমৃতার নতুন মসজিদে ১টন ও নতুনভাবে গড়ে ওঠা প্রাথমিক বিদ্যালয়ে ২টন বরাদ্দ প্রদান করেছে এমপি কেয়া চৌধুরী। গতকাল কেয়া চৌধুরীর অমৃতা গ্রামের মধ্যবর্তী মাটির রাস্তাটির কাজ পরিদর্শন করেন। পরে অমৃতা পশ্চিম হাটি গ্রামের পক্ষ হতে কেয়া চৌধুরীকে গ্রামের আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন মুরুব্বিগণ। এসময় এমপি কেয়া চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনা আমার মাধ্যমে যে সরকারী বরাদ্দ দেন, তা জনগণের আমানত। তাই জনগনের স্বার্থে কেবল বরাদ্দ দিয়েই বসে থাকি না। উন্নয়ন নিশ্চিত করতে আমি কাজের তদারকিও করে থাকি। আর এই ক্ষেত্রে জনগণ সর্বদা আমাকে সাহায্য করে আসছেন।