স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন এলাকায় বিদ্যুতপৃষ্ট হয়ে মেরাজ মিয়া (১২) নামে নির্মাণ শিশু শ্রমিক মৃত্যুপথযাত্রী। সে সদর উপজেলার জগতপুর গ্রামের নজির মিয়ার পুত্র। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, গতকাল ওই সময় কোর্ট স্টেশন এলাকার প্রবাসি ইদ্রিস মিয়ার বাড়িতে ঠিকাদার সিরাজুল ইসলামের অধীনে বেশ কিছু শিশু শ্রমিক কাজ করতে যায়। এ সময় মেরাজ মিয়া ছাদে উঠে পরিস্কার করার সময় বিদ্যুতের মেইন তারে জড়িয়ে পৃষ্ট হয়। সাথে সাথে দুতলা থেকে রাস্তায় ছিটকে পড়ে। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার হবিগঞ্জ সদর হাসপাতাল ভর্তি করে। পরে আশংকাজনকবস্থায় তাকে সিলেট ওসমানি মেডিকেলে প্রেরণ করা হয়।