প্রেস বিজ্ঞপ্তি ॥ অবৈধ সরকার পতনের দাবীতে ২০ দলীয় জোট ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গতকাল শনিবার শহরের শায়েস্তানগর এলাকা থেকে জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহমান স্যার, জেলা সেক্রেটারী মাওলানা মুশাহিদ আলী ও ছাত্রশিবিরের জেলা সভাপতি ইকবাল আহমদ চৌধুরীর নেতৃত্বে জেলা জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের একটি বিক্ষোভ মিছিল পৌর মাঠে এসে ২০ দলীয় জোটের গণ-মিছিলে মিলিত হয়। এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন-ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি মো: নজরুল ইসলাম, মো: খলিলুর রহমান, জেলা এইচআরডি সম্পাদক মো: হাবিবুর রহমান খান, জেলা প্রকাশনা সম্পাদক এসএম নাদির শাহ, জেলা অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম, জেলা ছাত্রকল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর সভাপতি মোস্তফা কামাল, সদর থানা সভাপতি আজহারুল ইসলাম, শিবির নেতা মহিবুর রহমান সহ জামায়াত শিবিরের দেড় শতাধিক নেতাকর্মী।