নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সদস্য মুহিবুল ইসলাম শাহীনের মুক্তির দাবীতে সাবেক পৌর যুবদলের আহ্বায়ক সাহেদুল ইসলাম চৌধুরী রিপনের নেতৃত্বে গত বুধবার সন্ধ্যায় শহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক পৌর যুবদলের আহ্বায়ক সাহেদুল ইসলাম চৌধুরী রিপন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খালেদ আহমদ, আবুল কালাম মিঠু, নাজির আহমদ চৌধুরী, এমদাদুল হক, শাহিন মিয়া, রুকন মিয়া, জসিম উদ্দিন, জয়নাল আবেদীন, আলী হোসেন, শাহ জামাল মিয়া, ফয়েজ মিয়া, রাকিব মিয়া, শিফু মিয়া, আওলাদ মিয়া, শিপন মিয়া, আব্দুল আওয়াল, সাকিব মিয়া প্রমূখ। সমাবেশে বক্তাগণ হবিগঞ্জের রাজপথের লড়াকু সৈনিক যুবনেতা মুহিবুল ইসলাম শাহীনসহ সকল রাজবন্দিদের মুক্তি দাবী করেন।