স্টাফ রিপোর্টার ॥ পবিত্র আশুরা উপলক্ষে বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ জেলার শাখার উদ্যোগে “ঐতিহাসিক আশুরার তাৎপর্য” শীর্ষক সেমিনার ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় জেলা তালামীযের সভাপতি মোঃ আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুহিত রাসেল এর উপস্থাপনায় আয়োজিত সেমিনারের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আন্জুমানে আল ইসলাহ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মাওলানা নজমুল হোসেন। বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ হবিগঞ্জ জেলা শাখার সহ সভপতি শাহ আহমদ আলী, লেস্টার শ্যায়ার শাখার কোষাধ্যক্ষ শাহ হাবিবুর রহমান বেলায়েত, বাজুকা দরবার শরীফের পীর মাওলানা ফারুক আহমেদ, জেলা আল ইসলাহর প্রশিক্ষণ সম্পাদক মুফতি মাওলানা এম এ মজিদ, জেলা তালামীযের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মুবাশ্বির হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক সৈয়দ শাহেদুল ইসলাম, চুনারুঘাট উপজেলা সভপতি মোঃ খিজির আহমেদ, শায়েস্তাগঞ্জ থানা সভাপতি মোঃ আবুল কাশেম, নবীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মোঃ মনজুরুল ইসলাম, বাহুবল উপজেলা সাধারণ সম্পাদক মোঃ জুনাইদ আহমদ প্রমূখ নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে কাজী মাওলানা নজমুল হোসেন বলেছেন, ঐতিহাসিক শোহাদায়ে কারবালার ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ইমাম হুছাইন ও ইমাম হাসান শোহাদায়ে কারবালায় রক্ত দিয়ে সত্যকে প্রকাশ করেছেন। তিনি বলেন, কারবালার ইতিহাস মুসলমানদের শিক্ষা নিয়ে আমাদের অণুপ্রানিত হতে হবে।