প্রেস বিজ্ঞপ্তি ॥ দেশব্যাপী হরতালের সমর্থনে হবিগঞ্জে-শায়েস্তাগঞ্জ সড়কের পৌদ্দারবাড়ি এলাকায় বিক্ষোভ মিছিল করেছে হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সমর্থকরা।
গতকাল সকালে পৌদ্দারবাড়ি এলাকায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডঃ মোঃ এনামুল হক সেলিমের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়। পথসভায় এডঃ মোঃ এনামুল হক সেলিম সংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশব্যাপী ক্রসফায়ারে বিরোধী দলীয় নেতাকর্র্মীদের হত্যা, পুলিশ প্রহরায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা, গণ গ্রেফতার, গণমাধ্যম ও প্রশাসন নিয়ন্ত্রণ করে এবং গণতন্ত্রের পথরুদ্ধ করে একদলীয় বাকশালী শাসন ব্যবস্থা পূনরায় কায়েম করার বাসনা এদেশের গণতন্ত্রকামী মানুষ কখনো বাস্তাবায়ন হতে দেবে না।
তিনি নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে বলেন, এই অবৈধ সরকারকে উৎখাত করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিদের্শে যখত কঠিন পরিস্থিতিই আসুক না কেন ধরশেল সাথে শান্তিপূর্ণ ভাবে মোকাবেলা করতে প্রস্তুত থাকার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আবুল হাসিম, সদর থানা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক এম এ মন্নান, জেলা ওলামা দল সাধারণ সম্পাদক কাসেম বিল্লাহ নোমান, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম মতিন, আবুল কালাম, এস এম মানিক, সামছুল হক, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাহাবউদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক ছালেহ আহমেদ, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক মহিবুল ইসলাম সোহেল, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শোয়েব চৌধুরী, বৃন্দাবন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, আমিনুল ইসলাম ফয়সল, জেলা মটর চালক দলের যুগ্ম আহ্বায়ক তারা মিয়া, লিটন সরকার, আব্দুল হালিম, মোঃ কাউছার, রাসেল, আক্তার, আনিছ, শেখ রাসেল, শংকর বণিক প্রমূখ।