প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল জামায়াতের নিবন্ধন বাতিলের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নবীগঞ্জে জামায়াত শিবির বিক্ষোভ মিছিল করেছে। উপজেলা জামায়াত আমীর মাওলানা আশরাফ আলীর নেতৃত্বে নবীগঞ্জ মদিনা মসজিদের সামন থেকে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হোটেল আল-ছাদিয়ার সামনে গিয়ে পথ সভার মাধ্যমে শেষ হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আশরাফ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওঃ জসিম উদ্দিন, পৌর সেক্রেটারী আহমদ হোসাইন, উপজেলা শিবির সভাপতি মোজাহিদুল ইসলাম, কর্মপরিষদ সদস্য আব্দুল মুকিত পাঠান, প্রভাষক আব্দুল আলী শাহিন, মোজাহিদুল ইসলাম, ইকবাল হোসাইন খান, তারেকুল ইসলাম, আলিমুল ইসলাম তালুকদার।