প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ এমরানের মুক্তি ও হরতালের সমর্থনে সদর উপজেলা শ্রমকদলের মিছিল টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ। গতকাল বিকালে সদর উপজেলা শ্রমিকদল নেতা নুরুল হক লিটনের নেতৃত্বে একটি মিছিল শহরে নতুন স্টেডিয়াম থেকে শুরু করে লাখাই রোডে ২নং রিচি ইউনিয়ন অফিসের সামনে সমাপ্তি হয়। এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে বক্তাগণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ এমরানের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃস্বর্ত মুক্তি দাবি করেন। এ সময় বক্তব্য রাখেন-মোঃ আনোয়ারুল ইসলাম আনু, মোঃ জামাল মিয়া, মোঃ ফরিদ মিয়া, মোঃ সাজান মিয়া, মোঃ আমির আলী, মোঃ হান্নান মিয়া, মোঃ আহাদ মিয়া, মোঃ আইয়ূব আলী প্রমুখ।