কেন্দ্রীয় নেতৃবৃন্দকে গ্রেফতারের প্রতিবাদে নবীগঞ্জে ১৮ দলীয় জোটের বিশাল বিক্ষোভ মিছিল ॥
আওয়ামীলীগ শীর্ষ নেতাদের গ্রেফতার ও খালেদা জিয়াকে অবরুদ্ধ করে
বাকশালী কায়দায় এক তরফা নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে
নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া এমপি বলেছেন, দেশ আজ চরম সংকটের মাঝে অবস্থান করছে। আওয়ামীলীগ অবৈধভাবে গায়ের জোড়ে ক্ষমতায় থেকে বিরোধী দলের শীর্ষ নেতাদের গ্রেফতার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ রেখে শেখ হাসিনা বাকশালী কায়দায় এক তরফা নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন দেখছেন। এদেশের মানুষ তা হতে দেবে না। যে কোন মূল্যে তা প্রতিহত করা হবে। শেখ সুজাত মিয়া এমপি আরও বলেন, অনতিবিলম্বে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও বিএনপির জাতীয় নেতৃবৃন্দের মুক্তি দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। অন্যতায় ন্যায় বৃহত্তর সিলেটে অসহযোগ আন্দোলন গড়ে তোলা হবে।
তিনি গতকাল মঙ্গলবার বিকালে ১৮ দলীয় জোটের হরতাল উত্তর স্মরনকালের ঐতিহাসিক বিশাল বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় উক্ত কথাগুলো বলেন। কেন্দ্রীয কর্মসূচীর অংশ হিসেবে ৮৪ ঘন্টার হরতালের তৃতীয় দিনে তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদ, এমকে আনোয়ার, ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিঞাসহ জাতীয় নেতাদের গ্রেফতারের প্রতিবাদে উক্ত বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে নবীগঞ্জ থানা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ ১৮ দলীয় জোট। বেলা সাড়ে ৪ টায় ১৮ দলীয় জোট নেতা আলহাজ্ব শেখ সুজাত মিয়া এমপি’র নেতৃত্বে নবীগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল এর আগে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রশিবির, জাসাস, জাসাদ, তরুন দল, তাতী দল, খেলাফত মজলিশসহ জোটের অন্যান্য সংগঠনের পক্ষ থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপির দলীয় কার্যালয় গোল্ডেন প্লাজায় সমবেত হয়। মিছিলটি শহরের গুরুত্ত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ১০ সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে মিছিল শেষে স্থানীয় নতুন বাজার মোড়ে সমাবেশ অনুষ্টিত হয়। পৌর বিএনপির সভাপতি ও প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও থানা যুবদল সভাপতি এটিএম সালাম এবং পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল বাকির চৌধুরী এমরানের যৌথ পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন থানা জামায়াতের আমীর মাওঃ আশরাফ আলী। অন্যানের মাঝে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আবুল হোসেন আজাদ, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাসির আহমদ চৌধুরী, সাংগঠনিক যুবরাজ গোপ, বিএনপি নেতা আব্দুল বারিক রনি, আবুল কালাম আজাদ, গোলাম নবী, সৈয়দ নাজমুল হোসেন হারুন, ইউপি চেয়ারম্যান মুক্তাদির আহমদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন, কাউছার আহমদ, শফিউল আলম, কাপ্তান মিয়া, এডঃ লুৎফুর রহমান, এডঃ নুরুল হুদা, সাদিকুর রহমান শিশু, আবুল খায়ের খায়েদ, এবাদুর রহমান দারা, মোর্শেদ আহমদ, সাইফুর রহমান মালিক, আব্দুর রহিম, আব্দুল আহাদ চৌধুরী, শেখ আলাই মিয়া, কাউন্সিলর আলা উদ্দিন, সুন্দর আলী, সাবেক কমিশনার জয়নাল আবেদীন, রশময় শীল, মাওঃ শুয়াইবুর রহমান, তৈয়বুর রহমান, সোহেল আহমদ, জিল্লুর নুর, মোস্তাহিদ আহমদ, রিপন কান্তি দাশ, ওয়ারিছুল আম্বিয়া, সোনা মহালদার, জাহাঙ্গীর আলম, ভজন সরকার, পৌর জামায়াতের আদুল মুকিত পাঠান, জমিয়তের মাওঃ আব্দুর রকিব হক্কানী, মুফতি মোস্তাক আহমদ, বাহুবল থানা যুবদলের সভাপতি আলহাজ্ব সামছুল আলম, নবীগঞ্জ থানা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আহমদ রিপন, সিনিয়র সহ-সভাপতি আল হেলাল, সহ-সভাপতি আব্দুর রকিব, আক্তার উদ্দিন, আখলাকুল হক চৌধুরী বিপ্টু, হাফিজুর রহমান চৌধুরী, রূপন আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুর রহমান লেবু, একে আজাদ লেবু, সাহাজান চৌধুরী, পরান আহমদ ছানু, স্বপন আহমদ ডন, আব্দুস শহীদ, মিজানুর রহমান, খেলাফত মজলিশের মাহবুব খান, মাওঃ জাকারিয়া, মাওঃ আব্দুল মন্নান, থানা ছাত্রদলের আহ্বায়ক হারুনুর রশীদ হারুন, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান জুয়েল, শেখ আবুল কাশেম, খালেদ আহমদ, আব্দুস সাহেদ, আবুল কালাম মিঠু, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজির আহমদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ছমিরুল হক, ওয়াহিদুজ্জামান জুয়েল, কলেজ ছাত্রদলের আহ্বায়ক অলিউর রহমান অলি, যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম জিয়া, মামুনুর রশীদ মামুন, দুলাল মিয়া, জুনেদ আহমদ, কাউছার আলম, বাহুবল থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহীন আহমদ, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক যোশেফ বখ্ত চৌধুরী, ইসমত আলী, কৃষক দলের আব্দুল মন্নান, আফিল আহমদ, বিভু আচার্য্য, শ্রমিক দলের আব্দুল মুমিন, মৎস্যজীবি দলের সাহেব আলী, বদরুল আলম, তরুন দলের আব্দুল আহাদ বিপ্লব, এসডি মিন্টু, আহমদ ঠাকুর রানা প্রমূখ।
জেলার সর্বত্র শান্তিপূর্ণ হরতাল পালিত
স্টাফ রিপোর্টার ॥ ১৮ দলীয় জোট আহুত হরতালের ৩য় দিন গতকাল জেলার সর্বত্র শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে। সকাল থেকে হবিগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে জোট নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা গেছে। এছাড়া খন্ড খন্ড মিছিলও করতে দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে শহরে হালকা যানবাহন চলাচল করলেও দুরপাল্লার কোন যান চলাচল করেনি। কোথায়ও কোন অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি। হবিগঞ্জ শহরসহ জেলার বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিনিধিদের ও বিভিন্ন সংগঠনের পাঠানো সংবাদ-
শায়েস্তানগর পয়েন্টে ১৮ দলীয় জোটের পিকেটিং
প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল হরতাল চলাকালে শহরের শায়েস্তানগর পয়েন্টে পিকেটিং ১৮ দলীয় জোটের নেতৃবৃন্দ পিকেটিং করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট হাজী নুরুল ইসলাম, অর্থ সম্পাদক হাজী এনামুল হক, নুরুল আনাম খান টিপু, আব্দুল কাদের চৌধুরী সুহেল, সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ, জামায়াত নেতা কাজী মহসিন আহমেদ, মাওলানা লুৎফুর রহমান, জেলা ছাত্র শিবির সভাপতি খলিলুর রহমান, কাউন্সিলর মাহবুবুল হক হেলাল, যুবদল নেতা নুরুল ইসলাম নানু, মর্তুজা আহমেদ রিপন, নাজমুল হোসেন বাচ্চু, সফিকুর রহমান সিতু, শাহ আলম, মখলিছুর রহমান ফয়সল, মাহবুবুর রহমান মাহবুব, শাহ রাজীব আহমেদ রিংগন, জিল্লুর রহমান, গোলাম কাওছার ঝলক, রবিউল আলম রবি, শারফিন চৌধুরী রিয়াজ, মেহেদী হাসান বুলেট, কুতুব উদ্দিন, সৈয়দ হামিদুর রহমান, সাইফুদ্দিন জুয়েল, আব্দুল কাইয়ুম, শফিউল আলম চৌধুরী, লালা মেম্বার, রুবেল খান, শিপন আহমেদ, শাওন, শাহ মুসলিম, জাকির আহমেদ, মহিবুর রহমান রুবেল, শেখ সজিব আহমেদ, রমিজ মিয়া, নুরুল হক, ছালেক আহমেদ, বিজয় চাকমা, মাহফুজ আহমেদ, শোয়েব আলী প্রমুখ।
মুসলিম কোয়ার্টার মোড় ঃ
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন জাতীয় সংসদ নির্বাচন ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকে টানা ৮৪ ঘণ্টার হরতালের তৃতীয় দিন গতকাল মঙ্গলবার হবিগঞ্জের সর্বত্র হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে হবিগঞ্জের মুসলিম কোয়ার্টার মোড়ে হবিগঞ্জ জেলা বিএনপি পিকেটিং, বিক্ষোভ ও পথসভা করে। জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ আহমুদুর রহমান আবদাল এর সভাপতিত্বে এবং জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ কামাল উদ্দিন আহমেদ সেলিম এর পরিচালনায় উক্ত পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক মোঃ মোতাকাব্বির খান আক্কাছ, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মহিবুল ইসলাম শাহীন, জেলা গণদলের আহ্বায়ক মোহাম্মদ আলী মুসা, তোফায়েল আহমেদ চৌধুরী, ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদ হবিগঞ্জ জেলার আহ্বায়ক মোঃ শামীম মিয়া, গণদলের যুগ্ম আহ্বায়ক ফরিদুজ্জামান রনি, এম.এম শাহজাহান, ছাত্রদল নেতা কাজী শামসুল হক শিমুল, মোঃ আবু সায়েম, মোঃ জহিরুল ইসলাম রুহেল, মোঃ জুবায়ের মিয়া, আবুল ফজল মামুন, জেলা গণদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রানা প্রমূখ। এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শাহ কিম্মত আলী, খায়রুজ্জামান সোহেল, সাইফুল ইসলাম, আলী রাজা উজ্জ্বল, মোঃ মিলন, মোঃ রুবেল খান, মোঃ আফিল উদ্দিন, গোলাম মোস্তফা, এহতেশামুল হক সোহাগ, আব্দুল মোন্তাকিম, মোঃ ইকবাল মিয়া, আব্দুল গাফফার, মীর তোফায়েল, মঞ্জুরুল ইসলাম পারভেজ, মোঃ আসিফ, রেদুয়ান ইসহাক, রুবেল মিয়া, কামরুল ইসলাম খোকন, মোঃ বাবুল, মোঃ রাসেল, ফরহাদ আহমেদ, ফয়সল আহমেদ, ইমরান আহমেদ, আব্দুল মোত্তালিব লিটন, মোর্শেদ কামাল আশফাক, মুর্শেদ কামাল আশফাক, আব্দুল মুত্তালিব লিটন, রাজীব আহমেদ হৃদয়, শেখ মঈন, জসীম উদ্দিন, শাহীন, সুমন মিয়া, নূর আলম, জুবায়ের আহমেদ, কাউছার আহমেদ, এমরান আহমেদ, ফজলুল কাদির, নাজিম, জিল্লুর, মাফি মিয়া, আলম, অপূর্ব রায়, রাজু, রাসেল প্রমূখ।
সভাপতির বক্তব্যে ডাঃ আবদাল বলেন- বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি ও অঙ্গসংগঠনের লক্ষ লক্ষ নেতাকর্মী এবং গণআন্দোলন মুখী জনগণকে আইন শৃংখলা বাহিনী দিয়ে ফ্যাসিস্ট কায়দায় রাজপথের দুর্বার আন্দোলন থেকে দূরে রাখা যাবে না।
জেলা জামায়াত ঃ
প্রেস বিজ্ঞপ্তি ॥ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনেব দাবীতে ১৮ দলীয় জোটের আহবানে ৪দিনের হরতালের তৃতীয় দিনে হবিগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে পিকেটিং ও বিক্ষোভ মিছিল হয়েছে। জেলা ভারপ্রাপ্ত আমীর আলহ্জ্জা আব্দুর রহমান, সেক্রেটারী মাও: মুশাহীদ আলী, পৌর আমীর কাজী মহসিন আহমদ ও জেলা শিবিরের সভাপতি খলিলুর রহমানের নেতৃত্বে শহরের শায়েস্তানগর টিএন্ডটি অফিসের সামনে এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন এর জেলা সেক্রেটারী মীর জমিলুন্নবী ফয়সাল, সাবেক জেলা শিবিরের সভাপতি শাহ মো: আব্দুর রব, জেলা শিবিরের সেক্রেটারী আতিকুল ইসলাম সোহাগ, পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য আমজাদ হোসেন মনি, মিনহাজ উদ্দীন টনু, আকলু চৌধুরী, সেকুল ইসলাম ও আবিদুর রহমানের নেতৃত্বে শহরের আরডি হলের সামনে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পিকেটিং করে। বেলা সাড়ে ১০ টায় পথসভায় বক্তব্যের শেষে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা টিএন্ডটি অফিসের সামনে থেকে মিছিল সহকারে ১৮ দলীয় জোটের মিছিলে যোগদান করেন।
মিছিলে জামায়াত-শিবিরের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট হাফিজুল ইসলাম, ডা: খন্দকার তালেব উদ্দীন, তাসলিম আলম মাহদী, নজরুল ইসলাম, এডভোকেট হুসনুল আনাম খান, শাহ মো; আলাউদ্দীন, শরীফ উদ্দীন, মো: মুহিত মিয়া, হাবিবুর রহমান খাঁন, নাদির শাহ প্রমুখ।
কোর্ট স্টেশন পয়েন্ট ঃ
প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় ঐক্যজোট ঘোষিত টানা ৮৪ ঘণ্টা হরতাল কর্মসূচীর তৃতীয় দিন গতকাল মঙ্গলবার হরতাল সমর্থনে হবিগঞ্জ জেলা বিএনপি’র এক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট নূর খান এর সভাপতিত্বে এবং ছাত্রনেতা ফারুক আহমেদ এর পরিচালনায় স্থানীয় কোর্ট স্টেশন পয়েন্টে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের সাবেক সভাপতি এম.জি. মোহিত, জেলা বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক সফিকুর রহমান চৌধুরী, জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন, লাখাই থানা বিএনপি’র সাবেক সভাপতি মীর আব্দুল আওয়াল, মীর সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, দেলোয়ার হোসেন দিলু, নূরুল হক, সাবেক যুবদল নেতা শামসুল ইসলাম মতিন, আবুল কালাম আজাদ, এস. এম সোহাগ, আব্দুল ওয়াহেদ আঞ্জব, মনিরুর রহমান লিটন, স্বেচ্ছাসেবক দল নেতা সাহাব উদ্দিন, জহিরুল ইসলাম সেলিম, মনিরুল হাসান হীরা, ছালেক মিয়া, মটর চালক নেতা নূরুল হক।
আরডি হল পয়েন্ট
প্রেস বিজ্ঞপ্তি ॥ ৮৪ ঘন্টা হরতালের ৩য় দিনে আরডি হল পয়েন্টে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছ, জেলা জাসাস সভাপতি শাহ আলম মিন্টু, জেলা যুবদল নেতা মহিবুর রহমান টিপু, জাসাস সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু, আব্দুল্লাহিল ক্বাফি, আব্বাস উদ্দিন, জহিরুল হক সজল, আবুল হোসেন, এডভোকেট মোহাম্মদ আলী সবুজ, জামায়াত নেতা মীর জমিলুন্নবী ফয়সলী, মোঃ আঃ রব, আমজাদ হোসাইন মনি, বাহার উদ্দিন জাহেদ, আসাদুজ্জামান সুমন, আঃ সামাদ আজাদ, জেলা যুবদল নেতা নজরুল ইসলাম, আমিনুল হক ভূইয়া, আব্দুল করিম, ইব্রাহিম, জেলা ছাত্রদল নেতা শাহ নুর চৌধুরী সোহান, শাহ অপু, এনামুল হক, লাল মিয়া, মোঃ সাদি, বাপ্পী চৌধুরী প্রমুখের নেতৃত্বে পিকেটিং অনুষ্টিত হয়।
কলেজ হোস্টেল এলাকায় জেলা শ্রমিকদলের পিকেটিং
প্রেস বিজ্ঞপ্তি ॥ ১৮ দলীয় জোটের ডাকে ৮৪ ঘন্টা হরতালের ৩য় দিনে গতকাল মঙ্গলবার শহরের বৃন্দাবন কলেজ হোস্টেলের সামনে সড়কে জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ তুহিন খানের নেতৃত্বে পিকেটিং ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, পৌর শ্রমিকদলের সহ-সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন, মোঃ আবদাল মিয়া, শামিল খান, সোহান খান, মোঃ রুহান, মোঃ মজিবুর রহমান ও শ্রমিকদলের নেতৃবৃন্দ।
নবীগঞ্জে ১৮ দলের হরতাল পালিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ৮৪ ঘন্টার হরতালের ৩য় দিন গতকাল মঙ্গলবার স্বতস্ফূর্তভাবে পালিত হয়েছে। উপজেলার কোথাও যানবাহন চলাচল করেনি। বিকেল বেলায় ছোট ছোট যানবাহন চলাচল করলেও দুরপাল্লার কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। ভোর থেকেই বিএনপি, যুবদল, ছাত্রদল, জামায়াতে ইসলামী, ছাত্রশিবিরসহ ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা শহরের গুরুত্বপূর্ণ স্থানে পিকেটিং করেন। এছাড়া ও উপজেলার ইমামবাড়ী, আউশকান্দি, পানিউন্দা, গজনাইপুর, আমড়াখাই, কাজির বাজার, ইনাতগঞ্জসহ সর্বত্র শান্তিপূর্ণভাবে হরতাল পালনের খবর পাওয়া গেছে। বিকেলের দিকে আলহাজ্ব শেখ সুজাত মিয়া এমপির নেতৃত্বে শহরে ১৮ দলীয় জোটের বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে। বিএনপি নেতা ছাাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সভাপতি এটিএম সালামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, আব্দুল মকিত পাঠান, মোর্শেদ আহমদ, মাওঃ আব্দুর রকিব হক্কানী, আব্দুল বাকির চৌধুরী এমরান, সোহেল আহমদ রিপন, হাফিজুর রহমান চৌধুরী, রুপন আহমদ, মিজানুর রহমান জুয়েল, শেখ আবুল কাশেম প্রমূখ।
নবীগঞ্জ জামায়াত
প্রেস বিজ্ঞপ্তি ॥ ৮৪ ঘন্টার হরতালের ৩য় দিন গতকাল নবীগঞ্জ জামায়াতের উদ্যোগে শাান্তিপূর্ণ পিকেটিং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াত আমীর মাওলানা আশরাফ আলী ও উপজেলা শিবির সভাপতি মোজাহিদুল ইসলাম এর নেতৃত্বে নবীগঞ্জ শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নবীগঞ্জ নতুনবাজার মোড়ে ১৮ দলীয় জোটের সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আশরাফ আলী, জামায়াত কর্মপরিষদ সদস্য আব্দুল মুকিত পাঠান, প্রভাষক আব্দুল আলী শাহিন, মোজাহিদুল ইসলাম, তারেকুল ইসলাম, আলিমুল ইসলাম তালুকদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা জসিম উদ্দিন, সামসুল হক, আব্দুল মোন্তাকিম, আঃ মুস্তাকিম, ডাঃ আবুল কালাম আজাদ, মোবাশ্বির আলী, আব্দুল হামিদ, মুহাম্মদ শওকত আলী, সুবীন চৌধুরী, লুৎফুর রহমান, আমীর হোসেন, ওয়ারিদ মিয়া, আবুল কাশেম, আলী বাহার, বেলাল আহমেদ, সাকিন আহমেদ, শিবলু আহমেদ, আঃ সালাম, আঃ হামিদ, রফিকুল ইসলাম, জনি মিয়া, দুলন মিয়া, আব্দুর বাছিত, মোফাজ্জল হোসেন, আমীর হোসেন, ফয়েজ, মোজাহিদ, আজহারুল, ওলি আহমেদ, কামাল হোসাইন, আব্দুল আল মাখনুন, লায়েক আহমেদ, ইমরান রাজু, মাহিদুল, আফজল হোসাইন, আবিদ আলী, নাজিম উদ্দিন, জিয়াদ, এম ইফতি তালুকদার, বেলাল আহমেদ, বুরহান গাজী, শিপন মিয়া, এম জুনেদ, ইমন আহমেদ প্রমুখ।
নবীগঞ্জে পৌর যুবদলের বিক্ষোভ মিছিল
প্রেস বিজ্ঞপ্তি ॥ নির্দলীয় নিরক্ষেপ তত্বাবধায়ক সরকার ও কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের মুক্তির দাবীতে ৮৪ ঘন্টার হরতালের ৩য় দিনে নবীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে পৌর যুবদলের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহবায়ক আব্দুল বাকের চৌধুরী এমরান, সিনিয়র যুগ্ম আহবায়ক এমদাদুল হক লেবু, যুগ্ম আহবায়ক একে আজাদ লেবু, শাহজাহান চৌধুরী, স্বপন আহমেদ ডন, পরান আহমেদ ছানু, আব্দুস শহীদ, মিজানুর রহমান মিজান, যুবদল নেতা শেখ ফারুক মিয়া, মোঃ জাবেদ চৌধুরী, মোঃ ফজল মিয়া, খোকন মিয়া, মোঃ জালাল চৌধুরী, হারুন মিয়া, ফকিরুল ইসলাম, সুহেল মিয়া, মোঃ জলিল মিয়া, খুরশেদ আলম, জুনাব আলী, বাবুল মিয়া, রিংকু, পিন্টু দেব, মোঃ শুয়েব চৌধুরী, মোঃ শেখ কামাল, মোঃ কাইয়ুম চৌধুরী, আব্দুল করিম, মোঃ শফিক মিয়া, মোঃ মাহমুদ মিয়া, মোঃ কুরুষ মিয়া, মোঃ সমুজ মিয়া, ছানু মিয়া, হুমায়ুন আহমেদ, মোঃ আনকার মিয়া, হিলাল মিয়া, খোকন মিয়া, মোঃ রিপন মিয়া, মোঃ দুলাল চৌধুরী, মোঃ আব্দুল আজিজ, শেখ সেলিম, শেখ মহিবুর, আব্দুল আমিন চৌধুরী, মোঃ শিফন মিয়া, মোঃ ইসলাম উদ্দিন, ফরিদ তালুকদার, হাফিজুর তালুকদার, মোঃ সজ্জাদ মিয়া, শেখ স্বপন, সমচু মিয়া, মুরাদ, নুরুল আমিন, মিন্নত আলী, সাজন মিয়া, তৈয়ব আলী, গোলাপ মিয়া, অভি মিয়া, সেকুল মিয়া, সামছুল হক, ইউনুস মিয়া, মোঃ রাহেল মিয়া, গাজী মিয়া, বিজয়, মোঃ আমজাদ মিয়া, মোঃ রিপন মিয়া, মোঃ টিপন মিয়া, মোঃ মনসাদ মিয়া, মোঃ মানিক মিয়া, মোঃ রুবেল মিয়া, মোঃ ওয়াহিদ মিয়া, মোঃ আবুল বশর প্রমুখ।
ইমামবাড়ী বাজারে হরতাল পালিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ ১৮ দলীয় জোটের ডাকা টানা ৮৪ ঘন্টার হরতালের তৃতীয় দিনে ইমামবাড়ী বাজারে পিকেটিং করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা তৃণমূল দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, মোস্তফা কামাল, একে এম সেলিম চৌধুরী, গোলাম আজাদ, যুবদল নেতা আখলাকুল হক চৌধুরী বিপ্টু, এম এন মির্জা, আহাম্মদ খা, এমদাদুল হক সানু, মানিক মিয়া, আব্দুল কাইয়ূম বাচ্চু, ছাত্রদল নেতা ফয়জুল, রাসেল, মইনুল, সোহেল, কুহিনুর, শাহিনুর, রাজু, আলী আক্তার, মুর্শেদ, পারভেজ, আসাদ, মামুন, মিলন বাবু, গৌতম রায়, সিজিল প্রমূখ।
সন্দলপুরে পিকেটিং ও বিক্ষোভ
প্রেস বিজ্ঞপ্তি ॥ হরতালের তৃতীয় দিনে খাগাউড়া ইউনিয়নের সন্দলপুরে পিকেটিং ও বিক্ষোভ করেছে ১৮ দলীয় জোটের নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল শেষে ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফুর রহমান সুফি মিয়ার সভাপতিত্বে ও জেলা ওলামাদলের প্রচার সম্পাদক হাফেজ হাফিজুর রহমান খানের পরিচালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল খালেক বেলাল, সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদ, যুবদল সাধারণ সম্পাদক খাইরুল আমিন, কবির মিয়া, ছাত্রদল আহ্বায়ক ফজলুর রহমান সোহেল, আসাদুর রহমান, ওলামাদল সভাপতি ক্বারী মনির, শ্রমিকদল সভাপতি মুকিত মিয়া, স্বেচ্ছাসেবকদল সভাপতি নূর আহমেদ। এতে উপস্থিত ছিলেন আলাউদ্দিন মিয়া, মোচন মিয়া, আতাউর রহমান, মাওঃ জাহেদ, ফুল মিয়া, রমজান মিয়া, হারুন অর রশীদ, খোকন মিয়া, আনোয়ার মিয়া, ডাঃ বেলাল, আফজল, মজনু, হৃদয়, দুলাল, লেবু মিয়া, নাছির, কামরুজ্জামান, মুকিত মিয়া, হাম্মাদ মিয়া, নূরুল মিয়া, তারেক, আব্দুস সালাম, জিয়াউর রহমান, আবিদুর রহমান তমাল, সিরাজ মিয়া, সাইফুদ্দিন, আব্দুল হাই, স্বপন প্রমূখ।
মাধবপুরে শান্তিপূর্ন ভাবে হরতাল পালিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ মাধবপুরে নির্দলীয় নিরেপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এবং কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে ডাকা ৮৪ ঘন্টার হরতালের ৩য় দিন স্বতস্ফূর্ত ও শান্তিপূর্ন ভাবে পালিত হয়েছে। হরতাল চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কসহ আভ্যন্তরিন সড়কে কোন যান চলাচল করেনি। হরতালের সমর্থনে এক বিশাল মিছিল শেষে স্থানীয় বাস স্ট্যান্ডে পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে এবং বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি শামসুল ইসলাম কামাল, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, পৌর সাংগঠনিক সম্পাদক মাসুদ আলী, বিএনপি নেতা সুমন চৌধুরী, চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, হাবিবুর রহমান মানিক, মশিউর রহমান বাদশা, ফরাশউদ্দন বাবু, মাসুকুর রহমান মাসুক, কাউন্সিলর আবুল বাশার, ফজলুর রহমান বুলেট, ফজলুর রহমান উত্তান, আব্দুর রহিম দুলাল, উপজেলা যুবদলের সভাপতি এনায়েত উলা, সাধারন সম্পাদক কবির আহাম্মেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শামীম, পৌর যুবদল সভাপতি হাজী ফিরোজ মিয়া, সাধারন সম্পাদক বাবুল হোসেন, শফিক উদ্দিন খান, স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ মোঃ সোহেল, ছাত্রদল নেতা শেখ জহিরুল ইসলাম, মোস্তফা কামাল বাবুল প্রমূখ।
বাহুবলে বিএনপি ও জামাতের হরতাল পালন
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার বিভিন্ন পয়েন্টে শান্তিপূর্ণ ভাবে হরতাল পালন করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। বাহুবল উপজেলার চলিতাতলা পয়েন্টে বিএনপি নেতা শাহিন ও উলামাদল নেতা মহিবুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করা হয়। বাহুবলের পুটিজুরী এলাকায় বিএনপি নেতা আবরু মিয়া ও জামাত নেতা এনামূল হক শিমালের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করা হয়। উপজেলার হাসপাতাল এলাকায় জামাত নেতা হাফেজ আব্দুর রকিবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করা হয়। এ ছাড়া বিকালে বিএনপি ও জামাত নেতারা অলাদাভাবে বাহুবল সদরে হরতালের সমর্থনে বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভা করে।
বাহুবলের ডুবাঐ বাজারে পিকেটিং
বাহুবল প্রতিনিধি ॥ সারা দেশের ন্যায় ১৮ দলের ডাকা টানা ৮৪ ঘন্টার হরতালের ৩য় দিনে গতকাল মঙ্গলবার বাহুবল উপজেলার ২নং ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সমুজ মিয়ার নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের ডুবাঐ বাজারে পিকেটিং করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- বাহুবল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডঃ মিজানুর রহমান, যুবদল নেতা-ফারুক মিয়া, ছাত্রদল নেতা শফিক, শামীম, সুমন, এহসান, কবির, আবিদুর, শাহিন, উজ্জল, আহমদ, দুলাল, পারভেজ, জুয়েল, মালেক, কাসেম, তাঁতীদল নেতা-আদম আলী, ময়না, নুরুল হক, সেচ্ছাসেবকদল নেতা সবুজ, সমুজ প্রমুখ ।
পৌর যুবদল সভাপতি কুহিনুর আলমের নেতৃত্বে পিকেটিং
হবিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আবুল হাসিম ও পৌর যুবদল সভাপতি কুহিনুর আলমের নেতৃত্বে শহরের কামড়াপুর ব্রিজ পয়েন্টে পিকেটিংয়ে অংশ নেন মফিজুর রহমান বাচ্চু, আব্দুর রশিদ খান, নেপাল চন্দ্র রায়, মুজিবুর রহমান, কামাল উদ্দিন আহমেদ, মামুন মিয়া, টেনু মিয়া, কামাল খান, হাবিব খান, উজ্জল আহমেদ, পলাশ আহমেদ, সেলিম মিয়া, মনোয়ার হোসেন, রুবেল খান, তাহির মিয়া, নূর ইসলাম, ইজাজুল মিয়া, ছায়েব আলী, আব্দুল কুদ্দুছ, ফারুক মিয়া, আল আমিন, তারেক মিয়া, সুলেমান মিয়া, নূর মিয়া।
নবীগঞ্জে উন্নত জাতের ধান
ও আলু বীজ বিতরন
প্রেস বিজ্ঞপ্তি ॥ শেভরন এর অর্থায়নে এবং আইডিয়া কর্তৃক পরিচালিত “কমিউনিটি ড্রিভেন গ্রীন ইনিশিয়েটিভ প্রজেক্ট-(সিডিজিআই)” এর পক্ষ থেকে ২১ জন ক্ষুদ্র ও প্রান্তিক ধানচাষীদের মধ্যে বিআরআরআই-২৮, বিআরআরআই-২৯, এসএলএইটএইচ জাতের ভিত্তি বীজ এবং আলু চাষীদের মধ্যে বিএডিসি এর উচ্চ ফলনশীল বীজ বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, ১১ ও ১২ নভেম্বর নবীগঞ্জ উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তার পরিচালনায় আইডিয়া আউশকান্দি অফিসে উক্ত চাষীদের জন্য দুই দিন ব্যাপী উন্নত পদ্ধতিতে ধান চাষ বিষয়ক এক প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপকরন বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাতেন, শেভরন সিনিয়র কো-অর্ডিনেটর, কমিউনিটি এংগেজমেন্ট কামরুজ্জামান রিপন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ এমদাদুল হক, এবং সাংবাদিক মোঃ মুজিবুর রহমান। অনুষ্ঠানে বক্তারা রাসায়নিক সার প্রয়োগের কুফল সমূহ তুলে ধরেন এবং জৈবিক উপায়ে চাষাবাদের বিষয়ে গুরুত্বারোপ করেন। চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাতেন তার বক্তব্যে শেভরন এবং আইডিয়া এই প্রকার উদ্যোগকে সাধুবাদ জানান ও কৃষকদেরকে উপকরণ ব্যবহারের মাধ্যমে নিজ নিজ অবস্থার উন্নয়ন ঘটাতে সচেষ্ট থাকার আহ্বান জানান।
চুনারুঘাটে প্রতিপক্ষের হামলায়
মা-মেয়ে আহত ॥ স্বর্ণালঙ্কার লুট
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মা-মেয়ে আহত হয়েছে। জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার পশ্চিম মিরাশী গ্রামের আব্দুর রউফের বাড়িতে প্রবেশ করে পার্শ্ববর্তী গ্রামের আলফত উল্লার ছেলে আব্দুল জাহির ও আব্দুল মালেকের নেতৃত্বে একদল লোক হামলা চালায়। হামলাকারীদের আক্রমণে আব্দুর রউফ চৌধুরী’র স্ত্রী আনোয়ারা খানম (৪৪) ও তার মেয়ে আখি চৌধুরী (২২) আহত হয়। এ সময় হামলাকারীরা আখি চৌধুরীর গলা থেকে ৩ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর আহত আনোয়ারা খানমকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে চুনারুঘাট থানায় মামলা হয়েছে।
উল্লেখ্য, আব্দুল জাহির ও রউফ চৌধুরীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
ধুলিয়াখাল-মিরপুর সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কালে এমপি আবু জাহির ॥
আওয়ামীলীগ খেটে খাওয়া মানুষের কথা
চিন্তা করে দেশ পরিচালনা করতে চায়
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামীলীগ সব সময় দেশের খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে দেশ পরিচালনা এবং শান্তি প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট বাংলাদেশের খেটে খাওয়া মানুষের মুখের খাবার কেড়ে নেয়। তারা হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করে জনজীবনকে অতিষ্ঠ করে তুলছে। সাধারণ জনগণ এখন রাস্তায় বের হতে সাহস পাচ্ছে না। তাদের এই অযৌক্তিক হরতালের কারণে ব্যবসায়ীদের কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে। তিনি বলেন, শিক্ষার্থীরা ঠিকমত পরীক্ষায় অংশ নিতে পারছে না। তারা দেশকে একটি নৈরাজ্যে পরিণত করতে চায়। কিন্তু দেশনেত্রী শেখ হাসিনা বেচে থাকতে তাদের এ স্বপ্ন কখনো সত্যি হবে না।
গত সোমবার সন্ধ্যায় ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ধুলিয়াখাল থেকে মিরপুর সড়কের মেরামত কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে জেল গেটে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত এক জনসভায় এমপি আবু জাহির এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। তাই আগামী নির্বাচনেও আওয়ামীলীগকে বিজয়ী করতে হবে। বিএনপি-জামায়াত দেশে অশান্তি সৃষ্টি করতে যতই ষড়যন্ত্র করুক জনগণকে সাথে নিয়ে আওয়ামীলীগ তা প্রতিহত করবে।
গোপায়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাবেক চেয়ারম্যান মর্তুজ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালামের পরিচালনায় জনসভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, ডাঃ মোঃ করিম, দেওয়ান মাসুম রায়হান চৌধুরী, কুতুব উদ্দিন, আব্দুল মতিন, শফিকুর রহমান, তোফায়েল, হোসাইন মোঃ আক্তার, সামছু মিয়া, ফজর রহমান, আলাউদ্দিন, শরিফুল ইসলাম শরীফ, আব্দুল কাইয়ুম প্রমুখ।
একই দিন বিকালে এমপি আবু জাহির ১ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে বৈরাগী-লংলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন। উদ্বোধনকালে এমপি আবু জাহিরের সাথে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ মুরুব্বীয়ান উপস্থিত ছিলেন।
হাবিব-উন-নবী খাঁন সোহেল-এর বাসভবনে বোমা
হামলার প্রতিবাদে জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল
প্রেস বিজ্ঞপ্তি ॥ কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের ঢাকাস্থ বাসভবনে বোমা হামলার প্রতিবাদে হবিগঞ্জ শহরে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল করেছে হবিগঞ্জ জেলা বিএনপি। জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ হবিগঞ্জ জেলার আহবায়ক ডাঃ মোঃ আহমুদুর রহমান আবদাল এবং জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ হবিগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট কামাল উদ্দিন আহমেদ সেলিম-এর নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক মোতাকাব্বির খান আক্কাস, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ রমিজ আলী, জেলা গণদলের আহবায়ক মোহাম্মদ আলী মুছা, পৌর যুবদলের সভাপতি কোহিনুর আলম, জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য কাজী সামছুল হক শিমুল, ফরিদুজ্জামান রনি, মোঃ মিলন, শাহ কিম্মত আলী, খাইরুজ্জামান সোহেল, সদর থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রানা, মোঃ রুবেল খান, মোঃ আফিল উদ্দিন, রাজিব খান, সজল পাল, মোঃ মোত্তাকিম, ফয়সল আহমেদ, মঞ্জুরুল ইসলাম পারভেজ, ইকবাল মিয়া প্রমূখ।
নবীগঞ্জের শিক্ষক
ছাদিক মাষ্টার নেই
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি গ্রামের সবার প্রিয় মাষ্টার মিফতাউল ইসলাম চৌধুরী (ছাদিক মাষ্টার) (৭০) আর নেই। তিনি গত সোমবার রাত ১টায় নিজ বাড়ীতে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন (ইন্নালিলাহি……রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ৫ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাযা গতকাল মঙ্গলবার বিকেল ৪টা ১৫ মিনিটে কুর্শি বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়েছে। উক্ত জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশাজীবির লোকজন উপস্থিত ছিলেন।
নবীগঞ্জে পুলিশের অভিযানে ৩ সহোদর গ্রেফতার
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মারামারি মামলায় তিন সহোদরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এস আই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে কুর্শি ইউনিয়নের হৈবতপুর গ্রামের মৃত আব্দুস শহিদের পুত্র শাহিন মিয়া (৩৫), সোহেল মিয়া (৩২) ও রিপন মিয়া (৩০)কে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে একটি মারামারির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় পুলিশ অভিযান চালায়। জানা যায়, উপজেলার ওই ইউনিয়নের হৈবতপুর গ্রামের ইদ্রিস মিয়ার সাথে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে সংঘর্ষের ঘটনায় ইদ্রিস মিয়ার দায়েরকৃত মামলায় তাদের গ্রেফতার করা হয়।
বানিয়াচংয়ে ব্র্যাক স্কুলের ২ ছাত্রীকে
অপহরণের চেষ্টা ॥ ৩ জন কারাগারে
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের কালাইনজুড়া গ্রামের ব্র্যাক স্কুলের দুই ছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলার ৩ আসামীকে কারাগারে পাঠিয়েছেন বিজ্ঞ বিচারক। গত সোমবার ওই ৩ আসামী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে হাজির হয়ে জামিন প্রার্থণা করে। শুনানী শেষে বিজ্ঞ বিচার জামিন আবেদন বাতিল করে তাদেরকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। আটককৃত ৩ জন হচ্ছে-একই এলাকার হলদারপুর গ্রামের জয়নাল মিয়ার ছেলে শাহানুর মিয়া (২৪), একই গ্রামের আব্দুর রউফ এর ছেলে রজন মিয়া (১৯) ও মৃত আব্দুল কাদিরের ছেলে তাইজুল ইসলাম (৩৫)।
মামলার বিবরণে প্রকাশ-উল্লেখিত আসামীরা কালাইনজুরা গ্রামের ব্র্যাক স্কুলের দুই ছাত্রী সুমি আক্তার ও শাফলা বেগমকে চট্রগ্রামে গার্মেন্টে চাকুরী দেয়ার প্রলোভন দিতে থাখে। গত গত ১মে অপহরণের উদ্দেশ্যে আসামী শাহানুর মিয়া তাদেরকে স্থানীয় পালের বাজারে নিয়ে আসে। সেখানে আগে থেকেইে রাজন মিয়া ও তাইজুল মিয়া অবস্থান করছিল। পরে একটি সিএনজিযোগে দুই ভিকটিমকে এরা শায়েস্তাগঞ্জে নিয়ে যায়। এদিকে বিকাল পর্যন্ত স্কুল ছাত্রীরা বাড়ি না যাওয়ার তাদেরকে খুঁজাখোজি শুরু হয়। এক পর্যায়ে খবর পেয়ে ভিকটিমদের আত্মীয় স্বজনরা শায়েস্তাগঞ্জ ফ্ল্যাটফর্মে যায়। সেখানে যাওয়ার পর তাদেরকে ফ্ল্যাটফর্মেই পাওয়া যায়। এ সময় উল্লেখিত তিনজন পালিয়ে যায়। পরে এ ব্যাপারে ভিকটিম সুমির ভাই বাদী হয়ে উল্লেখিত ৩ জনসহ ৭জনকে আসামী করে বানিয়াচং থানায় মামলা দায়ের করেন। মামলার অপর আসামীরা হচ্ছে-জয়নাল মিয়ার ছেলে মিজানুর রহমান (২৬), মৃত আব্দুল কাদিরের ছেলে মতিজুল মিয়া (৪০), মৃত চান মিয়ার ছেলে জয়নাল মিয়া (৫০) ও মৃত কাশেম আলীর ছেলে মোহাম্মদ আলী (আহাম্মদ)।
চুনারুঘাটে গাউছুল আজম গরীবে
নেওয়াজ সুন্নী যুব সংঘের কমিটি গঠন
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের আওতাধীন দক্ষিণ ফান্দ্রাইল গ্রামে গাউছুল আজম ও গরীবে নেওয়াজ সুন্নী যুব সংঘ নামে একটি সামাজিক সংগঠনের কমিটি গঠন করা হয়। গত ৯ নভেম্বর শনিবার বিকালে স্থানীয় চৌধুরী বাড়ির মা-ফল বাগানে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্ব সম্মতিক্রমে আব্দুল হান্নান তালুকদার গোলাপকে সভাপতি আলহাজ্ব আব্দুল মোতালিব চৌধুরী জুলহাস সহ সভাপতি, মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান সোহাগকে সাধারণ সম্পাদক, মোঃ এনাম চৌধুরীকে সহ-সাধারণ সম্পাদক, ফনির মিয়া চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক, মোঃ আক্কাছ মিয়া জমাদারকে সহ-সাংগঠনিক সম্পাদক, নিহাদুল ইসলাম চৌধুরীকে অর্থ সম্পাদক, মোঃ আব্দুল হামিদকে প্রচার সম্পাদক, হাফেজ জুনাইদ আহমদকে সহ-প্রচার সম্পাদক, মোঃ আজিজুর রহমান মানিককে সদস্য সচিব ও মোঃ ছবদুর খাঁন, মোঃ তাউজ মিয়া চৌধুরী, মোঃ রায়হান চৌধুরী, মোঃ নিজামুল হক চৌধুরী, মোঃ ইদ্রিছ আলী, মাওলানা মকছুদ আলী, মোঃ ছায়েব আলী, মোঃ আফজল মিয়া, মোঃ ইকবাল চৌধুরী ও মোঃ সোহাগ চৌধুরীকে সদস্য করে ২১ সদস্য বিশিষ্ট গাউছুল আজম ও গরীবে নেওয়াজ সুন্নী যুব সংঘের কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির মাধ্যমে প্রতি বছরের ন্যায় আগামী ২৯ জানুয়ারি ২০১৪ইং তারিখে স্থানীয় ফান্দ্রাইল এক সুন্নী সম্মেলনের আয়োজন করা হয়।
চুনারুঘাট এসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট গাজিউর
রহমানের সাথে হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট ও যুব
রেড ক্রিসেন্টে এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে গতকাল বেলা ১১টার দিকে চুনারুঘাট এসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট গাজীউর রহমানের সাথে হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট ও যুব রেড ক্রিসেন্ট এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন হবিগঞ্জ ইউনিনের সেক্রেটারী আতাউর রহমান সেলিম। সভায় প্রধান অতিথি ছিলেন চুনারুঘা এসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট গাজিউর রহমান। এতে বক্তব্য রাখেন, যুব প্রধান পংকজ কান্তি দাশ পল্লব, উপ-যুব প্রধান মাহমুদ খা, আশিষ কুমার কুড়ি, ইতিয়াজ চৌধুরী তুহিন, রুবেল আহমেদ চৌধরী। সভা পরিচালনা করেন ইউনিটের সহকারী পরিচালক আলা উদ্দিন পাঠোয়ারী। এতে উপস্থিত ছিলেন এডঃ শিবলী খায়ের, আলমগীর. সুলতান, শেখ জামি, জাকারিয়া, শাফি, অপু, নবীব, দেলোয়ার খান, সহিবুর রহমান প্রমূখ।
বাড্স কেজি এন্ড হাইস্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান
আয়োজনের প্রতিবাদে অভিভাবকবৃন্দের মানববন্ধন
স্টাফ রিপোর্টার ॥ বার্ষিক পরীক্ষার সময় বাড্স কেজি এন্ড হাইস্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রতিবাদে অভিভাবকবৃন্দ এক মানববন্ধন করেছে। গতকাল দু’পুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বার্ষিকী পরীক্ষাকে সামনে রেখে বাড্স কেজি এন্ড হাইস্কুল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা বলেন, অনতিবিলম্ভে এ সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা না হলে আগামী ১৬ নভেম্বর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করা হবে। উক্ত অনুষ্ঠান বন্ধের জন্য জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদারের হস্তক্ষেপ কামনা করেন অভিভাবকবৃন্দ।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, সিমা আক্তার, এডঃ মাহবুবুল হক শাহজাহান, রায়হানা আক্তার, শর্মী আক্তার, রাবেয়া খানম প্রমূখ।
হাবিব-উন-নবী-খান সোহেল এর বাসায়
গুলিবর্ষন ও ককটেল নিক্ষেপের প্রতিবাদে
জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার ॥ স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল এর বাসায় গুলিবর্ষন ও ককটেল নিক্ষেপের প্রতিবাদে হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদল গতকাল রাত ৯টার দিকে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মিছিলটি স্থানীয় আশরাফ জাহান কমপ্লেক্সের সামন থেকে শুরু হয়ে চৌধুরী বাজার মোড় হয়ে স্থানীয় কোর্ট পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবকদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডঃ মোঃ এনামুল হক সেলিম এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিনের পরিচালনায় অনুষ্টিত সমাবেশে অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন, দেলোয়ার হোসেন দিলু, ক্বারী কবির হোসেন, এডঃ কামরুল হাসান চৌধুরী, আজম উদ্দিন, এড আফজল হোসেন, সামছুল ইসলাম মতিন, আবুল কালাম আজাদ, মোঃ সাহাব উদ্দিন, আবু কাউছার সাজ্জাদ, আলমপনা চৌধুরী মাসুদ, সালেহ আহমেদ, রহমত আলী, মোঃ ইউনূছ মিয়া, ইকবাল খান, আক্কাছ আলী, এডঃ সাকিউল আলম সানি, সাইফুল ইসলাম রাজ, মোঃ নূরুল হক, মোঃ তারা মিয়া, এস এম রমজান, মিজানুর রহমান সোহেল, মোঃ হারিছ মিয়া, হাফিজ খান, মানিক মিয়া, লিটন সরকার, উজ্জল মিয়া, অজিত বাবু, রাসেল মোল্লা, আমিরুল ইসলাম শাজাহান, রাসেল, গিয়াস উদ্দিন, ফটিক শীল, শামীম মিয়া প্রমূখ।
নিউ বন্ধন সমবায় সমিতির
দ্বিতীয় বর্ষ পূর্তি পালন
প্রেস বিজ্ঞপ্তি ॥ সামাজিক সংগঠন নিউ বন্ধন সমবায় সমিতির দ্বিতীয় বর্ষ পূর্তি পালন করা হয়েছে।
গত সোমবার রাতে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে সংঠনের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাসেমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া, সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ অপু, কোষাধ্যক্ষ কামরুল হাসান জুনু, এম আব্দুল আলী, ইমরান হোসেন রুয়েল, বুলবুল আহমেদ বুলু, মোঃ জহুর আলী, আশরাফ উদ্দিন। এতে উপস্থিত ছিলেন মোঃ নায়েব আলী, মোঃ ফজল মিয়া, মোঃ বাবুল মিয়া, মখলিছ মিয়া, এনাম মিয়া, কামাল মিয়া, মোশাহিদ মিয়া, আব্দুল মমিন চৌধুরী সাদি প্রমূখ।
আলোচনা সভা শেষে নিউ বন্ধন সমবায় সমিতির পক্ষ থেকে তরুন সমাজসেবক ভ্যান্টেজ ইংলিশ টিউটরিয়ালের প্রতিষ্ঠাতা সৈয়দ মঈনুল হক আরিফকে এক সংবর্ধনা প্রদান করা হয়।