বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা আইনশৃঙ্খলা কমিটিসহ ৭টি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় বানিয়াচং উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভা সমুহে সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম। উপদেষ্টা হিসাবে উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমেদ অনুষ্ঠিত সভায় সমাপনী বক্তৃতা করেন। পর্যায়ক্রমে উপজেলা কৃষি ঋণ কমিটি, উপজেলা এনজিও বিষয়ক সমন্বয় সভা, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, যৌতুক নিরোধ কমিটি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক পর্যায়ে রাখা সংক্রান্ত উপজেলা টাস্কফোর্সের সভা ও একুশে ফেব্র“য়ারী উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বানিয়াচং উপজেলার বিভিন্ন ব্যাংক কর্মকর্তা ছাড়াও বক্তৃতা করেন সহকারী কমিশনার বিএম মশিউর রহমান, ডাঃ দেবপদ রায়, ওসি লিয়াকত আলী, ইঞ্জিনিয়ার বিপ্লব পাল, বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, চেয়ারম্যান মিজানুর রহমান খান, চেয়ারম্যান হায়দারুজ্জামান ধন মিয়া, চেয়ারম্যান হাজী মুজিবুর রহমান আঙ্গুর মিয়া, চেয়ারম্যান আনোয়ার হোসেন, চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন খন্দকার, চেয়ারম্যান রফিকুল ইসলাম পাশা, অধ্যক্ষ আব্দাল হোসেন খান, গোলাম কিবরিয়া লিলু, উপজেলা ইঞ্জিনিয়ার বিপ্লব পাল, ডিজিএম এম.এ আজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শোকরানা, ব্র্যাক সমন্বয়কারী মোঃ মহসিন উদ্দিন, উপজেলা আনসার ভিডিপি অফিসার অরুন বরুণ দাশ, প্রফেসর মোঃ শহিদুল ইসলাম, উপাধ্যক্ষ মাওলানা কাজী মোঃ আতাউর রহমান, অধ্যক্ষ ছালামত আলী খান প্রমুখ।