স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার দৌলতপুর থেকে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল রবিবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই সুদ্বীপ রায়সহ একদল গোয়েন্দা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক ডাকাত শাকিল (৩৫) উপজেলার দৌলতপুর গ্রামের ইউনুস মিয়ার পুত্র। এতদিন সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপন করেছিল। এ ব্যাপারে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মোক্তাদির হোসেন জানান, আটককৃত শাকিল মিয়ার বিরুদ্ধে বাহুবল থানায় ৪টি ডাকাতি মামলা রয়েছে। এছাড়াও অন্যান্য থানায়ও আরো মামলা থাকতে পারে। আমরা খোজ খবর নিচ্ছি।