নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার নিভৃত পল্লী গ্রাম উপজেলার দেবপাড়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে গতকাল রবিবার বিকেলে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় চেযারম্যান মাসুম আহমদ জাবেদ এর সভাপতিত্বে ও উপজেলা যুবসংহতি নেতা ক্বাজী জাহান নুর আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে আনুষ্টানিকভাবে বিদ্যুতায়নের উদ্বোধন করেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, নবীগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম বজন কুমার বর্মন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ, বিশিষ্ট সমাজ সেবক শাহ ইউসুফ আলী, বিশিষ্ট মুরব্বি আলীফ উল্লাহ প্রমুখ।