স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামে গরম তেলে দগ্ধ শিশু জেরিন আক্তারের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দৈনিক খোয়াইর স্টাফ ফটোগ্রাফার রনু বিশ্বাস বিত্তবানদের কাছ থেকে আর্থিক সহায়তার টাকা সংগ্রহ করে শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে দগ্ধ শিশুর মামা মোঃ তাউছ মিয়ার হাতে হস্তান্তর করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক খোয়াইর বার্তা বিভাগ ইনচার্জ মঈন উদ্দিন আহমেদ, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, দৈনিক খোয়াই’র স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম, রতন দাশ প্রমূখ।