স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামে জমিতে পানি সেচ দেয়া নিয়ে দু’পক্ষের ঘন্টাব্যাপী সংঘর্ষে মহিলাসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছে। গতকাল শনিবার দুপুর ২ টা থেকে ৪টা পর্যন্ত চলা এ সংঘর্ষে বাড়ি ঘর ভাংচুরসহ লুটপাট করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জমিতে পানি সেচ দেয়া নিয়ে ওই গ্রামের লাল মিয়া ও তোরাব আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মহিলাসহ উভয় পক্ষের ৫০ জন আহত হয়। গুরুতর আহতাবস্থায় জোসনা বানু, রাহেলা, রাবেয়া, রমজান আলী, ছোরাব আলী, নুরুজ্জামান, হৃদয়, লিটন, ডেঙ্গু মিয়া, রিপন, রজব আলী, লাল মিয়া, কিম্মত আলী, বাবুল, নুরুল আমিন, সাজু মিয়া, নুর মিয়া, শাকির মিয়া ও সফিক মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পর থেকে ওই গ্রামে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ফের রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে আশংকা করছেন গ্রামবাসি। এব্যাপারে সদর ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।