মাধবপুর প্রতিনিধি ॥ প্রধান বিচারপতি এসকে সিনহা গতকাল শনিবার সকালে হবিগঞ্জের মাধবপুরে ঐতিহাসিক তেলিয়াপাড়ায় স্মৃতি সৌধে শহিদদের প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় তিনি স্থানীয় সংসদ সদস্য এডঃ মাহবুব আলী, সহকারী এটর্নি জেনারেল আব্দুল রকিব মন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুর রউফসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের লোকদের নিয়ে স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পন করেন।