স্টাফ রিপোর্টার ॥ বাউল শিল্পী মজনু শাহ (৩০) কে একটি মাজার থেকে আটক করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ।
গতকাল শনিবার ভোররাতে সদর থানার এসআই ইন্দ্রনীলের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে। সে পশ্চিম ভাদৈ গ্রামের গোলাম মওলার পুত্র। আটকের সময় আনন্দপুর গ্রাম সংলগ্ন তাবিজ শাহ্ মাজারে গান পরিবেশন করছিলেন তিনি। পুলিশ সেখান থেকে তাকে আটক করে নিয়ে আসে। পুলিশ সুত্র জানায়, মজনু শাহ্’র চাল-চলন সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়েছিল। গকতালই তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।