স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-সদর লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেন, আওয়ামী লীগ গরীব দুঃখী মেহনতি মানুষের দল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের অভূতপুর্ব পরিবর্তন এসেছে। নতুন নতুন ব্রিজ রাস্তাঘাট তৈরী এবং পাকাকরণসহ ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌছে দিয়ে, মসজিদ মাদ্রাসার উন্নয়নে বরাদ্দ বৃদ্ধি করেছে। একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে দেশের লক্ষ লক্ষ অস্বচ্ছল মানুষকে স্বাবলম্বী করে তুলেছে। বিএনপি জামায়াত অগণতান্ত্রিকভাবে সাধারণ মানুষের উপর পেট্রোল বোমা মারছে, গাড়ি পুড়ছে, রাস্তায় ত্রাস সৃষ্টি করছে।
গতকাল শনিবার সদর উপজেলা পইল আসামপাড়া গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন আ’লীগ সভাপতি ও চেয়ারম্যান সাহেব আলীর সভাপত্বিত্বে ও শীবেন্দ্র চন্দ্র দেব শিবু, শাহ জয়নাল আবেদীন রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পবিস জেনারেল ম্যানেজার মোঃ সোলায়মান মিয়া, সদর উপজেলা আ’লীগ সভাপতি এডঃ আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল রশীদ তালুকদার ইকবাল, মোঃ আব্দুল হাই। এমপি আবু জাহির পইল আসামপাড়া গ্রামে ১২ লাখ ৫৬ হাজার টাকা ব্যায়ে প্রায় ২কিলোমিটার এলাকায় ৫৪টি পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্ভোধন করেন।