প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট কামাল উদ্দিন আহমেদ সেলিমের কারামুক্তি ও সুস্থতা কামনায় জেলা বিএনপি’র উদ্যোগে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে। উক্ত মিলাদ ও দোয়া-মাহফিলে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাহীন, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী মুছা, জেলা গণদলের যুগ্ম আহবায়ক আবুল ফজল মামুন, আলী রেজা উজ্জল, কিম্মত আলী, ফজলুল হক, ইকবাল, মোত্তাকিম, জাবেদ, ফয়সল, মুন্না প্রমুখ।