স্টাফ রির্পোটার ॥ ২০ দলীয় জোটের জ্বালাও পোড়াও ও নাশকতার বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএমএ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ হবিগঞ্জ জেলা শাখা। গতকাল দুপুরের হবিগঞ্জ সদর থানার সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
এতে সভাপতিত্ব করেন বিএমএ, স্বাচিপ, সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। এতে বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্ববধায়ক ডাঃ সারয়ার আলম বিএমএ’র সহ-সভপতি ডাঃ অসিত রঞ্জন দাশ, যুগ্ম সম্পাদক ডাঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশ, সাংগঠনিক সম্পাদক ডাঃ মখলিউছুর রহমান উজ্জল, ডাঃ প্রদীপ কুমার দাশ, ডাঃ আশরাফ উদ্দিন, ডাঃ মহসিন করিম, ডাঃ রাম চন্দ্র দাশ, ডাঃ জিয়াউর রহমান, ডাঃ মখলিছুর রহমান শামিম, ডাঃ মাহবুবুর রহমান, ডাঃ মবিন উদ্দিন, ডাঃ শুভন, ডাঃ শামিমা আক্তার প্রমুখ।
সভাপতি’র বক্তব্যে ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেন, বিএনপি জামায়াতের সারাদেশে যে নাশকতা করছে জনগণকে তা প্রতিহত করতে হবে। তিনি বলেন, বতর্মান সরকার দেশের চিকিৎসা সেবায় যে বিল্পব ঘটিয়ে তা অন্য কোন সরকারের আমলে হয়নি। মুশফিক চৌধুরী বলেন, শেখ হাসিনার সরকার মতায় আসার পর প্রতিটি গ্রামের কউিনিটি কিনিক চালু করেছে। মানুষ হাতের নাগালেই পাচ্ছেন উন্নত চিকিৎসা সেবা।