স্টাফ রিপোর্টার ॥ গতকাল দুপুর ১২ টায় নবীগঞ্জ উপজেলা শাখা মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্থবায়ন সংস্থার অফিস প্রাঙ্গনে মানবাধিকার কর্মীদের নিয়ে মতবিনিময়কালে সভাপতির বক্তব্য তিনি উপরোক্ত কথা বলেন। নবীগঞ্জ উপজেলা শাখার মানবাধিকার সভাপতি খলকু আহমদ চৌধুরী আরো বলেন, প্রশাসনিক কর্মকর্তা ও মানবাধিকার কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করেত হবে, তা হলেই একটি সুন্দর ও সুষ্ঠ সমাজ গড়া সম্ভব। এ সময় উপস্থিত ছিলেন মানবাধিকার প্রতিষ্টা ও বাস্তবায়ন সংস্থা নবীগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহ রিয়াজ নাদির সুমন, সহ-সাংগঠনিক শাহ রিদয় আহমদ রুহেল, সমাজ কল্যান সম্পাদক সুশান্ত বৈদ্য, মহিলা বিষয়ক সম্পাদিকা হামিদা বেগম, সহ-মহিলা বিষয়ক সম্পাদীকা শরীফা বেগম, রিমা বেগম, শিফা বেগম, ফয়ছল চৌধুরী প্রমুখ।