কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের সুনামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল বন্ধ সহ নানা অনিয়মের অভিযোগে নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে উল্লেখ, গত ১৫ জানুয়ারী বুধবার থেকে প্রধান শিক্ষক স্কুল ২দিন বন্ধ করে রাখায় বিষয়টি এলাকাবাসীর দৃষ্টি গোচর হয়। ম্যানেজিং কমিটি ও ছাত্র-ছাত্রীরাও বন্ধের বিষয়ে অবগত নন। এছাড়া সঠিক সময়ে আসা যাওয়া নিয়ে কোন নিয়মনীতির তোয়াক্কা করেন না প্রধান শিক্ষক। এ ব্যাপারে ম্যানেজিং কমিটির অনেকের অভিযোগ থাকলেও কে শুনে কার কথা। যখন তখন স্কুল বন্ধ রেখে বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি অনিহা সৃষ্টি করেছেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।