মখলিছ মিয়া ॥ “নাশকতা, সন্ত্রাস ও পেট্রোল বোমা কে না বলুন” “সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন” “সাধারণ জনগণকে সন্ত্রাসের হাত থেকে রক্ষা করুন” এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় গতকাল স্বাধীনতা চিকিৎসা পরিষদ এবং বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বানিয়াচং উপজেলা শাখার উদ্যোগে মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ মানব বন্ধন কর্মসূচী পালিত হয়। টিএইচও ডাঃ দেবপদ রায় এর নেতৃত্বে উক্ত মানব বন্ধনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সকল ডাক্তার, নার্স, বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এতে অংশগ্রহন করেন।