প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপি জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে গতকাল জেলা ছাত্রলীগের উদ্যোগে শিরিষতলা থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌধুরী বাজারস্থ পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত পথ সভা অনুষ্টিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদের পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলমগীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান তালুকদার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোতাচিছরুল ইসলাম, কলেজ ছাত্রলীগের আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক আফরোজ আহমেদ, ছাত্রলীগ নেতা মুখলিছুর রহমান, গিয়াস উদ্দিন প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিজানুর রহমান শামীম, ছাত্রলীগের সাবেক সভপতি মোস্তাফা কামল আজাদ রাসেল, আজিজুল হক, রুবেল চৌধুরী, রুবেল আহমদ, পৌর ছাত্রলীগের সহ সভাপতি মনসুর আহমদ ইদু, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদসহ বিভিন্ন স্তরের ছাত্রলীগের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তেব্য এমপি আবু জাহির বিএনপির হরতাল, নৈরাজ্য, ভাংচুর রুখে দাড়ানোর জন্য ছাত্রলীগ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।