প্রেস বিজ্ঞপ্তি ॥ দেশের চলমান সংকট উত্তোরণের লক্ষে হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রস্ট্রিজ, মার্চেন্ট এসোসিয়েশন ও ব্যকস’র যৌথ উদ্যোগে পরামর্শ সভা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্য ৭টায় চেম্বার কার্যালয়ে আয়োজিত পরামর্শ সভায় সভাপতিত্ব করেন চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম। সভায় দেশের বিরাজমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তোরণের দাবীতে আগামী ৮ ফেব্র“য়ারী দুপুর ১২ টা হতে ১২টা ১৫মিনিট পর্যন্ত টাউন হল রোড এলাকায় চেম্বার কার্যালয়ের সামনে জাতীয় পতাকা হাতে ব্যবসায়ীদের প্রতীকি অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য যে, এফবিসিসিআই ঘোষিত সারাদেশে অবস্থান কর্মসূচি পালনের অংশ হিসেবে হবিগঞ্জে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। এতে সর্বস্তরের ব্যবসায়ীদের অংশগ্রহনের আহ্বান জানানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, মার্চেন্ট এসোসিয়েশনের সেক্রেটারী আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমেদ, সহ-সভাপতি জগদীশ চন্দ্র মোদক, মশিউর রহমান শামীম, মিজানুর রহমান, দুলাল সূত্রধর, ফখরুল আলম বাবুল, নাসির উদ্দিন, এন.এম. ফজলে রাব্বি রাসেল, জয়নাল আবেদীন, শেখ আনিসুজ্জামান, এস.এম হেমায়েত উল্লা রিজু, শাহবাজ চৌধুরী, সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, আব্দুল আহাদ, হিরাজ মিয়া, কদ্দুছ মিয়া, অলিউর রহমান, আনোয়ার হোসেন প্রমূখ।