প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপিকে গণতন্ত্র পুনঃরুদ্ধারের আন্দোলন থেকে সরানো যাবে না। দেশ ও জাতীকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য বিএনপির নেতৃত্বে এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পূর্ব মুহুর্ত পর্যন্ত ছাত্রদলের কর্মীরা রাজপথ ত্যাগ করবে না।
গতকাল বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে হরতালের সমর্থনে মিছিল শেষে পথসভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। দেশ ব্যাপি টানা ৩৬ঘন্টা হরতালের শেষদিনে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের অন্যতম নেতা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোশাহিদ আলম মুরাদ ও পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম সোহেল এর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল সমাবেশ করা হয়। মিছিলটি নবীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে নতুন বাজার মোড়ে এক পথসভায় মিলিত হয়। মোশাহিদ আলম মুরাদ এর সভাপতিত্বে ও জহিরুল ইসলাম সোহেল এর পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন- বিএনপি নেতা আলাউর রহমান, মিরজাহান মিয়া, পৌর বিএনপির যুব বিষয়ক সম্পাদক- জুবায়ের আহমেদ সুমন, ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম, শাহিন বখ্ত চৌধুরী, শিব্বির আহমেদ রুমন, যুবদল নেতা আব্দুল কুদ্দুছ, আঙ্গুর মিয়া, কুতুব উদ্দিন আহমেদ (মাখন), একে সাজ্জাদুল আলম রানা, ফরহাদ আহমদ, পাবেল মিয়া, এস.এম আলামিন, কপিল আহমেদ, রখিব আহমেদ, খয়ের আহমেদ লোমন, জসিম উদ্দিন, সুহেদ মিয়া, ফয়সল আহমেদ, বুলবুল মিয়া, মোশাহিদ আহমেদ, কাজল মিয়া, শাহনাজ মিয়া, জাসেদ মিয়া, ইমন আহমেদ, জনি আহমেদ, প্লাবন মিয়া, পলাশ আহমেদ, জাহাঙ্গির মিয়া, লিপন আহমেদ, সাইফুর রহমান বাবু, খালেদ আহমেদ, ইব্রাহিম মিয়া, ইউনুছ আলী, মিটু শীল, ইসলাম উদ্দিন, মিটু মিয়া, মুরাদ মিয়া, শিহাব আহমেদ, আলী মিয়া, পিয়াস আহমেদ, নাবেদ মিয়া, আলাল আহমেদ, মিটু আহমেদ, কিজ্জির আহমেদ জয়, নাঈম ইসলাম, কপিল (২), নোবেল আহমেদ, তন্ময়, দোলন, ঝিনুক প্রমুখ। বক্তাগন খালেদা জিয়ার কনিষ্ট পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান সেফুর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন।