প্রেস বিজ্ঞপ্তি ॥ দেশব্যাপী হত্যা, সন্ত্রাস, মানুষ খুন বোমাবাজী বন্ধ হোক মানবতার জয় হোক এই স্লোগানের মাধ্যমে হবিগঞ্জ জেলা বাউল কল্যাণ ফেডারেশন এর আয়োজনে গতকাল বিকাল ৩ ঘটিকায় স্থানীয় আরডি হলে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বক্তরা দেশের বর্তমান ভয়াবহ বিরাজমান পরিস্থিতি মোকাবেলায় সকলকে সজাগ থাকার আহবান জানান। পাশাপাশি সাংগঠনিক কর্মকান্ড আরও জোরদার করার দাবী জানান। এতে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বাউল কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, গীতিকার আব্দুল মুকিত, সাবাজ চৌধুরী, হবিগঞ্জ জেলা বাউল কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ, সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান মজনু, যুগ্ম-সম্পাদক চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ইদু, মহিল সম্পাদিকা পারভীন আক্তার মুক্তা, ইতিশা, সাংস্কৃতিক সম্পাদক এমদাদ দেওয়ান, মোঃতারা মিয়া, বাউল শাহিন সরকার, শাহিন আহেমেদ, বাউল উজ্জ্বল সরকার, হরলাল গোপ হরি, শাহ মুজাহিদ আলম, বাউল মইন উদ্দিন, মোঃ জামাল উদ্দিন, মোছাঃ শারমিন আক্তার, মোছাঃ পপি আক্তার, মোছাঃ মির্জা সালমা আক্তার সুমি, মোছাঃ সাথী আক্তার, বাউল কামাল উদ্দিন, শিউলি রাণী পাল, সুলতানা আক্তার, নিত্যরঞ্জন পাল, মোঃ দুলাল সরকার, মোঃ ফজলু আলম, মন্নান সরকার, আশরাফুল ইসলাম, মুক্তার মিয়া, হাসান মিয়া, জানু মিয়া, সাহালম মিয়া, ইয়াসিন মিয়া, টেনু মিয়া, মোঃ জিয়া উদ্দিন, ছালা উদ্দিন, রাজু, মোঃ আহাদ মিয়া মোঃ আশরাফ হোসেন, মোঃ কালাম মিয়া, রফিক, মোঃ মাসুক রানা, ফরিদ মিয়া, মোঃ পথিক সুজন, প্রদীপ সূত্রধর, মোঃ আশরাফ উদ্দিন জসীম, শাহ মোঃ ফরহাদ, শান্তা ইসলাম। মতবিনিময় শেষে কালিবাড়ির সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।