স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছের জামিন না মঞ্জুরের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ মামলার অভিযুক্ত মোবাইল কোম্পানীর বিক্রয় প্রতিনিধি রুমেলের রিমান্ড না মঞ্জুর করেছে আদালত। তবে জেল গেইটে পর পর দু’দিন জিজ্ঞাসাবাদের আদেশ দেয়া হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সফিকুল ইসলাম রুমেলকে জিজ্ঞাসাবাদের জন্য গত বুধবার ৫ দিনের রিমান্ডের আবেদন জানান। গতকাল বৃহস্পতিবার দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত জাহানের আদালতে রিমান্ড আবেদনের শুনানী শেষে তিনি উপরোক্ত আদেশ দেন। সম্প্রতি পুলিশ তাকে আটক করে।