স্টাফ রিপোর্টার, বানিয়াচঙ্গ থেকে ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের তত্ত্বাবধানে ডেভেলপমেন্ট অব ন্যাশনাল আইসিটি ইনফা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট ফেজ-২ (ইনফো-সরকার) প্রকল্পের আওতায় সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে সরকারী অফিসে ২৫ হাজার ট্যাবলেট পিসি বিতরণ করা হচ্ছে। এরই ধারা বাহিকতায় গতকাল বানিয়াচঙ্গ উপজেলা পরিষদ সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন বিভাগের প্রধানগণের হাতে ২৯টি ট্যাবলেট পিসি হস্তান্তর করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম। সহকারী কমিশনার (ভূমি) বিএম মশিউর রহমান এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান শেখ বশির আহমেদ, অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী, টিএইচও ডাঃ দেবপদ রায়, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আবুল কাশেম, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, পল্লী বিদ্যুতের ডিজিএম একে আজাদ প্রমুখ।