স্টাফ রিপোর্টার ॥ বিএনপি জামায়াত জোট কর্তৃক দেশে আন্দোলনের নামে জ্বালাও পোড়াও, বোমা হামলা, মানুষ হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ। গতকাল বুধবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে পৌর আওয়ামীলীগ সভাপতি আ্যাডভোকেট নিলাদ্রী শেখর টিটু ও সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়ে চৌধুরী বাজার ট্রাফিক পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগ সভাপতি আ্যাডভোকেট নিলাদ্রী শেখর টিটু ও সাধারন সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, সহ-সভাপতি রফিকুল ইসলাম, শাহবাজ চৌধুরী, এম আজিজ ইউনুছ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদ, পৌর আওয়ামীলীগ নেতা মো. খালেক, মইনুল হক মনু, পার্থ স্বারথি রায়, আব্দুল হাকিম, ইয়াহিয়া চৌধুরী, মানিক মিয়া, ফজলুল করিম, জীবন মিয়া, জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ, সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহি, সাদিকুর রহমান মুকুল, ছাত্রলীগ নেতা আফরোজ মিয়া, মইনুল ইসলাম সাচ্চুু, হাফিজুল কিবরিয়া, সনি, মামুন প্রমূখ।
বক্তারা বলেন, বিএনপি-জামায়াতজোট সারাদেশে যেভাবে হত্যা, সন্ত্রাস, বোমাবাজি, অগ্নিসংযোগ ও নৈরাজ্যে চালাচ্ছে তাদেরকে প্রতিহত করতে হবে। আগামী এস.এস.সি পরিক্ষার কথা চিন্তা না করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সে জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে পরিক্ষা কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় সকল নেতাকর্মীকে সজাগ থাকার আহবান জানান।