প্রেস বিজ্ঞপ্তি ॥ দেশব্যাপী ২০ দলের ৩৬ ঘন্টা হরতালের প্রথম দিনে গতকাল সকাল ১১ ঘটিকায় নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহবায়ক অলিউর রহমান অলির নেতৃত্বে হরতালের সমর্থনে ছাত্রদলের এক বিক্ষোভ মিছিল নবীগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নবীগঞ্জ থানা পয়েন্টে এক পথসভা অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন অলিউর রহমান অলি, তপন মালাকার, মুন্সি সাইফুল আলম, মইনুল ইসলাম, সাইফুর রহমান রাজন, শয়ন আহমেদ, সুকান্ত দাশ, সুয়েব আহমেদ, ইব্রাহিম আলী, নাসির আহমেদ, ওলিউর রহমান, আহসানুজ্জামান মান্না, কাওছার আহমেদ, শাকিল আহমেদ, রুমন চক্রবর্তী, মুরাদ আহমেদ, ইমন, দবীর, অজয়, হোসাইন, অনিক, লিপু, জোটন প্রমূখ। সভায় বক্তারা বলেন অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদল অতন্দ্র প্রহরীর ন্যায় রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে। সভায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক এমদাদুল হক এমরান ও বৃন্দাবন কলেজ ছাত্রদলের আহবায়ক রুবেল চৌধুরী সহ সকল রাজ বন্দিদের নি:শর্ত মুক্তি দাবী করা হয়।