স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ১ম শ্রেণীর ঠিকাদার আখনজী ফিলিং স্টেশন ও আখনজী ইলেকট্রনিক্সের স্বত্ত্বাধিকারী মোঃ হেলাল উদ্দিন আখনজী ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘ ২ মাস ১৮ দিন স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টায় সবুজবাগস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি মৃত্যুকালে ২ পুত্র ও ১ কন্যা সন্তানসহ অসংখ আত্বীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের ১ম জানাজার নামাজ আজ সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জ শহরের চাঁন মিয়া মসজিদ (টাউন মসজিদ) প্রাঙ্গণে ও বেলা ২টায় ২য় জানাজার নামাজ মরহুমের গ্রামের বাড়ি বাহুবল উপজেলার মন্ডলকাপন গ্রামের ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ শেষে পুটিজুরী ইসলামিয়া মাদ্রাসার পেছনে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির শোক
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি হবিগঞ্জ শাখার প্রাক্তন সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আখঞ্জী’র মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সমিতির নেতৃবৃন্দ। কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি হবিগঞ্জ শাখার আহ্বায়ক শ্যামল মোদক, আলী হায়দার চৌধুরী বেলাল, আব্দুর রশিদ, মর্তুজা ইমতিয়াজ, প্রদীপ কুমার মোদক পিন্টু, একেএম নাছিম ও সদস্য সচিব পীযুষ চক্রবর্তী গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।