স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের বৈঠকে নবীগঞ্জ ও বাহুবলে গ্যাস ও বিদ্যুতের বিষয় নিয়ে আলোচনা করেছেন হবিগঞ্জ-সিলেট জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। গতকাল জাতীয় সংসদের বৈঠকে তিনি বলেন, নবীগঞ্জ বাহুবলের মানুষের দীর্ঘদিনের দাবী গ্যাস ও বিদ্যুতের। বিষয়টি সংম্পুরক প্রশ্নের মাধ্যমে উত্থাপন করেন মহান জাতীয় সংসদে। বিদ্যুৎ-জ¦ালানী ও খনিজসম্পদ মন্ত্রীকে “কেয়া চৌধুরী বলেন” সারা দেশের মানুষ যেখানে বিবিয়ানা গ্যাস ফিল্ড হতে গ্যাস ও বিদ্যুৎ পাছে, সেখানে কেন আমার নবীগঞ্জ ও বাহুবলের মানুষ বঞ্চিত হবে? এ বিষয়ে কবে নাগাদ নবীগঞ্জ-বাহুবলের মানুষ গ্যাস ও বিদ্যুৎ পাবার বিষয়টি নিশ্চিত হবে তা মন্ত্রীর কাছে জানতে চান। উত্তরে মন্ত্রী নসরুল হামিদ বলেন, অচিরেই বিদ্যুৎতের সমস্যা দূর করবো। আর বাড়ি-ঘরে গ্যাসের বিষয়ে সাশ্রয়ী মূল্যে সিলিন্ডারের চিন্তা করছে সরকার।