স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের আউশকান্দিতে রান্নার আগুনে ১টি ঘর পুড়ে ছাই হয়েছে। জানাযায়, আউশকান্দি ইউনিয়নের মিঠাপুর গ্রামের দিন মজুর আয়ান উদ্দিনের রান্নার চুলা থেকে অসাবধানতা বসত আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তেই আগুনের লেলিহান শিকায় আয়ানের ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। গতকাল মঙ্গলবার সন্ধা অনুমান সাড়ে ৬টার সময় দিন মজুর আয়ান উদ্দিন সারাদিনের পরিশ্রম শেষে ঘরে এসে চুলায় আগুন দিয়ে ভাতের হাড়ি বসিয়ে বাহিরে কাপড় আনতে যায় । হঠাৎ দেখে ঘরে আগুন দাউদাউ করে জ্বলে উঠে। কিছু বুঝার আগেই সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আয়ানের চিৎকারে আশাপাশের লোকজন সহ আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ীরা ছুটে গিয়েও কেউ রক্ষা করতে পারেনি আয়ানের ঘরটি।